বিশ্বকাপের আগে কলকাতায় খেলবেন ধোনি-কোহলিরা


প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ধোনিদের খেলা দেখার সৌভাগ্য হতে চলেছে কলকাতার ক্রিকেটপ্রেমীদের। এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

তার মধ্যে একটি হবে কলকাতার ইডেন গার্ডেনে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আর একটি ম্যাচ হবে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধোনিরা খেলবেন ১০ মার্চ।

ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা ১২ মার্চ। ১৩ মার্চ কলকাতায় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। ১৪ মার্চ ইডেনে খেলবে পাকিস্তান-শ্রীলঙ্কা।

৩ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত চলবে সব দলের প্রস্তুতি ম্যাচ। যদি আফগানিস্তান, হংকং ও ওমান এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে ওঠে তবে তাদের প্রস্তুতি ম্যাচের দিন বদল করা হবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।