ঢাকায় আসছেন ম্যারাডোনা!


প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লিগ (বিএসএল)।  আর এ আসরের জন্য  ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। খবর- আনন্দবাজার পত্রিকার।

আগামী ২৮ ফেব্রুয়ারি (রোববার) বিএসএলের লোগো উন্মোচন অনুষ্ঠানে সাবেক এই আর্জেন্টাইন অধিনায়ক উপস্থিত থাকছেন বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

আর্জেন্টাইন এ জীবন্ত কিংবদন্তিকে বাংলাদেশে আনছে কলকাতার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি)। এর আগে ২০১১ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল এ প্রতিষ্ঠানটি। এবারের এ টুর্নামেন্টকে লক্ষ রেখে ১৪ দিনের সফরে ম্যারাডোনা বাংলাদেশে আসবেন বলেও জানায় পত্রিকাটি।

লোগো উন্মোচনের অনুষ্ঠানের পর ঘোষণা করা হবে কয়টি দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। তবে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) আদলে গড়া এ লিগে বড় নামের পিছনে ছুটবে না বাংলাদেশ। ৩০-এর কোঠার মধ্যেই নেয়া হবে সকল ফুটবলার।

আরটি/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।