মহাকাশে যাচ্ছে অ্যাথলেট-পপ তারকা, ইউটিউবারসহ একটি দল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২২
স্পেসএক্সের একটি স্টারশিপ রকেট

চাঁদের চারপাশে ঘুরতে যাচ্ছেন অ্যাথলেট, পপ তারকা, ইউটিউবারসহ একটি দল। একজন জাপানি ধনকুবেরের ব্যক্তিগত স্পেসএক্স ফ্লাইটের জন্য তাদের বাছাই করা হয়েছে।

গত বছর বিশ্বব্যাপী সৃজনশীল ব্যক্তিত্বদের খুঁজে বের করার এক অনুসন্ধান শেষ হওয়ার পর বিলিওনিয়ার ইউসাকু মায়েজাওয়া শুক্রবার এই ফ্লাইটের ক্রুদের পরিচয় প্রকাশ করেছেন।

মর্কিন ডিজে স্টিভ আওকি ও টপ নামের এক কোরিয়ান পপ তারকা বাছাইকৃতদের মধ্যে সবচেয়ে সুপরিচিত।

ফ্লাইটটি আগামী বছর যাত্রা করবে বলে ঠিক করা হয়েছে এবং ১৯৭২ সালের পর এটাই হবে মানুষের প্রথম চন্দ্র ভ্রমণ।

এই ভ্রমণে মহাকাশযানটি চাঁদের ২০০ কিলোমিটার (১২৪ মাইল)-এর মধ্যে এসে চারপাশে বৃত্তাকারে ঘুরবে। এই ভ্রমণের মোট সময় লাগবে আট দিন।

তবে মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানির স্টারশিপ রকেটের ফ্লাইটে এই ক্রুদের ভ্রমণের ব্যাপারে এখনো কোনো অনুমতি দেয়নি।

মহাকাশযানটি এমনকি পৃথিবীর কক্ষপথ ভ্রমণেরও কোনো অনুমোদন জোগাড় করতে পারেনি। ২০২১ সালের মে মাসে পরীক্ষামূলক উৎক্ষেপণের পর থেকে গত ১৮ মাস ধরে এটিকে টেক্সাসে বসিয়ে রাখা হয়েছে।

কিন্তু মায়েজাওয়া তার ভিডিওতে এই বিলম্বের কোনো কারণ উল্লেখ করেননি। মিশনটির নাম তিনি দিয়েছেন ‘ডিয়ারমুন।’

ভিডিওর শুরুর দৃশ্যে দেখা যাচ্ছে, মায়েজাওয়া জাপানে একটি বাগান থেকে চাঁদের দিকে তাকিয়ে আছেন। তারপর ভিডিও’র প্রথম ক্রু সদস্য হিসেবে দেখা যায় ডিজে আওকিকে তার একটি শোতে।

পরবর্তী যাত্রী হিসেবে যার নাম প্রকাশ করা হয়েছে, তিনি হলেন ইউটিউবার টিম ডড, যিনি ‘এভরিডে অ্যাস্ট্রোনট’ নামে সুপরিচিত। স্পেস ফ্লাইট ও অ্যাস্ট্রোফিজিক্সের ওপর শিক্ষামূলক ভিডিওগুলোর জন্য অনলাইনে তার ১ দশমিক ৪ মিলিয়ন অনুসারী রয়েছে৷

মায়েজাওয়ার বাণিজ্যিক সাম্রাজ্য তৈরি হয়েছে অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতা জোজো’র মাধ্যমে। বাণিজ্যিক মহাকাশ ভ্রমণে তিনি বিশেষভাবে জড়িয়ে পড়েছেন। গত বছর ১২ দিনের জন্য তিনি একটি রাশিয়ান রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন।

এবারের এই মহাকাশ ভ্রমণের জন্য মায়েজাওয়া কত অর্থ দিতে রাজি হয়েছেন তা প্রকাশ করা হয়নি। তবে ইলন মাস্কের বর্ণনা অনুযায়ী, এটা ছিল অনেক বড় অঙ্কের অর্থ।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।