ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে শোভাযাত্রা
বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে শোভাযাত্রা করছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। শুক্রবার মৎস্য ভবন সংলগ্ন রমনা পার্কের গেট থেকে শোভাযাত্রা শরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জোটের সভাপতি ও চিত্রনায়ক ফারুক বলেন, মায়ের ভাষার জন্য যারা বুকের রক্ত ঢেলে দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ আমরা রাজপথে নেমেছি। আমরা যেন বায়ান্নর একুশে ফেব্রুয়ারিকে ভুলে না যাই। সেদিনের একুশে ফেব্রুয়ারিই বাঙালিকে ৬৬-এর আন্দোলন ও পরবর্তীতের স্বাধীকার আন্দোলনের পথে ধাবিত করেছে।
তিনি আরো বলেন, নাজিমুদ্দিন সাহেবই প্রথম বেঈমানি করেছে বাঙালিদের সঙ্গে। নিখিল ভারত মুসলিম লীগের সদস্য হিসেবে নাজিমুদ্দিন দুইবার বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে। দেশভাগ পরবর্তী সময়ে তিনি পাক প্রসাশনকে ভুল বুঝিয়েছেন যে- পূর্ব বাংলার মানুষ ঊর্দুতেই কথা বলতে চায়।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ফালগুনী হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন, চিত্রনায়ক ড্যানি সিডার, আব্দুল মতিন ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এএস/আরএস/এমএস