সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ ডিসেম্বর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বাংলাদেশকে ধন্যবাদ দিলো বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল
দিনের পর দিন অকল্পনীয় সমর্থন দিয়ে যাওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছে সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। রোববার (১৮ ডিসেম্বর) রাতে ৩৬ বছরের খরা কাটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বসেরার খেতাব জিতেছে মেসি বাহিনী। এমন আনন্দঘন মুহূর্তেও প্রিয় বাংলাদেশি সমর্থকদের ভুলে যায়নি তারা। শিরোপা হাতে তোলার কয়েক ঘণ্টা পরেই আর্জেন্টাইন ফুটবল দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ধন্যবাদ জানানো হয়েছে বাংলাদেশকে, তথা বাংলাদেশি সমর্থকদের।
অর্থনৈতিক দুর্দশার মধ্যেও মহাকাব্যিক জয়ে উচ্ছ্বসিত আর্জেন্টাইনরা
অর্থনৈতিকভাবে টালমাটাল আর্জেন্টিনায় মূল্যস্ফীতি বেড়ে হয়েছে আকাশচুম্বী। বেড়েছে দেশটির সাধারণ মানুষের দুর্ভোগ। কিন্তু এই কষ্ট ছাপিয়ে আর্জেন্টিনার মানুষ কাতার বিশ্বকাপে মহাকাব্যিক জয়ের উচ্ছ্বাসে মেতেছেন। দেশটির চারদিকে ফাটছে আতশবাজি, বাজছে গাড়ির হর্ন, চলছে নাচ-গান। উড়ানো হচ্ছে জাতীয় পতাকা। আর্জেন্টিার রাজধানীতে বড় পর্দায় খেলা দেখা একজন বলেন, এটা কাব্য, এটা মহাকাব্য। এ রকম সংগ্রামই আর্জেন্টাইনদের ইতিহাস।
ড্রেসিং রুমে কী বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট?
কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ফ্রান্সের। টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া হলো না লে ব্লুজদের। প্রাণান্ত চেষ্টার পরেও শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষপর্যন্ত হেরে গেছেন এমবাপেরা। আর গ্যালারিতে বসে সেই দৃশ্য দেখতে হয়েছে ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁকে। তবে এ নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই তার। বরং রানার্সআপ হওয়ার পথে ফুটবলাররা যে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন, তাতেই গর্বিত ফরাসি প্রেসিডেন্ট।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে দেশে দেশে উল্লাস
টানা ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা৷ রোববার (১৮ ডিসেম্বর) শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়েছে আলবিসেলেস্তারা। শিরোপা জেতার মাধ্যমে নিজের শেষ বিশ্বকাপটা স্বরণীয় করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন লিওনেল মেসি। ফলে আর্জেন্টিনা তো বটেই, সারা বিশ্বের মেসি ভক্তদের উল্লাস বাঁধ ভেঙেছে। নেচে-গেয়ে প্রিয় দল ও তারকার শিরোপা জয় উদযাপন করছেন তারা।
কাতার বিশ্বকাপ থেকে কত আয় হলো ফিফার
শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা। লিওনেল মেসির হাতে উঠলো পরম আরাধ্য সেই শিরোপা। আর তার সঙ্গে সঙ্গে শেষ হলো কাতার বিশ্বকাপ ২০২২। ফিফা তো বলেই দিয়েছে, এবারের বিশ্বকাপ ইতিহাসের সেরা। তো সর্বকালের সেরা এই বিশ্বকাপ থেকে কেমন আয় করলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি?
কাতার-মধ্যপ্রাচ্যের বাণিজ্য-পর্যটনখাতে বিশ্বকাপের প্রভাব
শেষ হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ কিংবা ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে বিজয়ের মুকুট গিয়েছে ফুটবলের ক্ষুদে জাদুকর মেসির দল আর্জেন্টিনার হাতে। আর এ মহাযজ্ঞের মাধ্যমে কাতার প্রমাণ করেছে, মধ্যপ্রাচ্যও যেকোনো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা রাখে।
কানাডায় বন্দুক হামলা, সন্দেহভাজন হামলাকারীসহ নিহত ৬
কানাডার টরোন্টোর উত্তরের একটি শহরে বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ ৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। আঞ্চলিক পুলিশের তরফে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ বলছে, রোববার সন্ধ্যায় রাদারফোর্ড রোডের উত্তরে জেন স্ট্রিটে অবস্থিত একটি আবাসিক ভবনে একজন হামলাকারী বেশ কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, এমন খবর আসে তাদের কাছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পাল্টা গুলিতে সন্দেহভাজন ওই হামলাকারী নিহত হন।
বন্দুকযুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ৪ সদস্য নিহত
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধ চলাকালে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) ইরানের রাষ্ট্রায়াত্ত বার্তাসংস্থা আইআরএনএ’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জর্ডানে পুলিশের ওপর হামলা, নিহত ৩
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জর্ডানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর জেরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে সম্প্রতি এক ঊর্দ্ধতন কর্মকর্তা নিহত হন। এর পর অভিযানে নামে পুলিশ। সেই অভিযান চলাকালে হামলায় আরও ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের শহর মানের পুলিশ বিভাগ জানিয়েছে, সন্দেহভাজনদের মধ্যে একজন সোমবার নিহত হয়েছেন।
থাই নৌবাহিনীর জাহাজডুবি, বহু নাবিক নিখোঁজ
থাইল্যান্ডের নৌবাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। তীব্র ঝড়ের কারণে থাইল্যান্ড উপসাগরে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু নাবিক নিখোঁজ রয়েছেন। এরই মধ্যে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে ঘটনাস্থলে হেলিকপ্টার, প্লেন ও জাহাজ পাঠিয়েছে দেশটির সেনাবাহিনী। রয়েল থাই নেভি জানিয়েছে, এইচটিএমএস সুখোথাই নামের জাহাজটিতে ১০৬ জন আরোহী ছিলেন।
শ্রীলঙ্কার উপকূল থেকে শতাধিক রোহিঙ্গা উদ্ধার
ভারত মহাসাগরে ভাসতে থাকা একটি ট্রলার থেকে ১০৪ জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুকে উদ্ধার করেছে শ্রীলঙ্কান নৌবাহিনী। রোববার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়।
ঋণ সংকটে পড়বে তেল আমদানিকারক কিছু আরব দেশ
আরবের অনেক দেশ রয়েছে যারা তেল আমদানির ওপর নির্ভর করে। এসব দেশ ২০২২ সাল শেষ করবে ব্যাপক ঋণের বোঝা মাথায় নিয়ে। মিশর, জর্ডান ও তিউনিসিয়ার জিডিপির প্রায় ৯০ শতাংশ ঋণ রয়েছে। আর ২০২০ সালেই খেলাপিতে পরিণত হয় লেবানন। দেশটি এখনো ঋণ পুনর্গঠন করতে পারেনি, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে ২০২৩ সালে এ অঞ্চলে প্রধান আলোচ্য বিষয় হবে ঋণ।
কোন পথে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ?
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ১০ মাস হতে যাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমাপ্তি কখন ঘটবে এবং কীভাবে ঘটবে, তা কেউ বলতে পারে না। তবে কয়েক মাসের লড়াইয়ে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। একদিন নিশ্চয়ই শান্তি ফিরে আসবে দেশটিতে। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে ইউক্রেন যুদ্ধের পাঁচটি ট্র্যাক তুলে ধরা হয়েছে।
কেএএ/এএসএম