ইয়েমেনে রাষ্ট্রদূতের বাসভবনে বোমা হামলা, নিহত ৩


প্রকাশিত: ১০:০৫ এএম, ০৩ ডিসেম্বর ২০১৪

ইয়েমেনের রাজধানী সানায় ইরানের রাষ্ট্রদূতের বাসভবনের বাইরে বোমা হামলায় অন্তত ৩ ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছে। বুধবার সকালে এ হামলা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ বোমা হামলার লক্ষ্য ইরানি রাষ্ট্রদূতের বাসভবন ছিল।
 
অসমর্থিত সূত্র থেকে বলা হয়েছে, রাষ্ট্রদূত হোসাইন নিকনাম হামলার সময় বাসভবনে ছিলেন না। সোমবার নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
 
মাঝে মাঝেই ইয়েমেনে সন্ত্রাসী হামলা চালানোসহ আনসারুল্লাহ যোদ্ধাদের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।