সানি লিওনের আলোচিত এগারো মিনিট! (ভিডিও)


প্রকাশিত: ০৮:০২ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

বলিউডে পা রাখার পর থেকে নানান সমালোচনার মুখোমুখি হতে হয়েছিলো বলিউড তারকা সানি লিওনকে। তবে এসব কিছুকে ছাপিয়ে সানি নিজেই নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন।

সানিকে শুধু প্রাপ্ত বয়স্কদের নায়িকা ভাববার দিন শেষ। কারণ তিনি এখন সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ধুমপান বিষয়ক একটি শর্ট ফিল্মে কাজ করেছেন। যার নাম দেয়া হয়েছে ‘১১ মিনিটস’।

এই শর্ট ফিল্মে সানির সাথে আরো রয়েছেন অলোক নাথ ও দীপক দোব্রিয়াল। ৪ মিনিটের ছবিটিতে দেখানো হয়েছে ধুমপান কিভাবে আপনার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সম্প্রতি এটি ইউটিউবে প্রকাশ হয়েছে এবং বেশ আলোচনায় এসেছে।

উল্লেখ্য, এসব ছাড়াও সানি লিওন অনেক চ্যারিটি ট্রাস্টের সদস্য হিসেবে কাজ করে আসছেন বহুদিন ধরেই।

দেখুন শর্টফিল্মটির ভিডিও :



আরএএইচ/এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।