স্যোশাল মিডিয়ায় রোনালদোর ইতিহাস
জনপ্রিয়তার দিক দিয়ে স্যোশাল মিডিয়ায় ইতিহাস গড়লেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম ক্রীড়াবিদ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০০ মিলিয়ন অনুসারীর ঘরে পা রাখলেন সিআর সেভেন।
স্যোশাল মিডিয়া ট্র্যাকিং ডাটাবেস ‘Hookit’ এর হিসাব মতে, ফেসবুকে রোনালদোর ফলোয়ারের সংখ্যা ১০৯.৭ মিলিয়ন, ইন্সটাগ্রামে ৪৯.৬ মিলিয়ন ও টুইটারে ৪০.৭ মিলিয়ন। সব মিলিয়ে যা দুইশ মিলিয়ন ২০ কোটির সমান। ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামে প্রতিদিন গড়ে ১ লাখ ৩৫ হাজার ভক্ত পর্তুগিজ অধিনায়কের অনুসারী হচ্ছেন।
এদিকে বছরের শুরুতেই মেসির কাছে ব্যালন ডি’অর হাতছাড়া করলেও স্যোশাল মিডিয়ায় জনপ্রিয়তার দৌড়ে রোনালদোর ধারেকাছেও নেই বার্সেলোনার প্রাণভোমরা। গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো প্রায় এক বিলিয়ন বার চোখ রাখেন। এতে ৪১.৮ মিলিয়ন নতুন ফলোয়ার যুক্ত হন। বেশিরভাগই আসে ইন্সটাগ্রাম থেকে।
এমআর/এবিএস