সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ জানুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
নেপালে প্লেন বিধ্বস্ত : এখন পর্যন্ত ৩৫ জনের মরদেহ শনাক্ত
নেপালে বিধ্বস্ত প্লেনের ধ্বংসাবশেষ থেকে ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ আরও চার জন। সোমবার (১৬ জানুয়ারি) আবারও উদ্ধার কাজ শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত উদ্ধার হওয়া ৩৫ জনের মরদেহ শনাক্ত করা গেছে। ময়নাতদন্ত করার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে তারা।
কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কম: নেপাল পুলিশ
নেপালে ভয়াবহ প্লেন বিধ্বস্তের ঘটনায় কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। ৭২ জনের মধ্যে ৬৮ জনের মরদেহ এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ চারজনকেও উদ্ধারের চেষ্টা চলছে।
নেপালে প্লেন দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তের ভিডিও ভাইরাল
নেপালে বিধ্বস্ত ইয়েতি এয়ারলাইন্সের প্লেনের ধ্বংসাবশেষ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। সেই ফোনে দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তের ফেসবুক লাইভ করা একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। এক্সট্রিম ভিডিওস নামে একটি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে ওই ভিডিও।
প্রত্যক্ষদর্শীদের চোখে নেপালের ভয়াবহ প্লেন দুর্ঘটনা
কল্পনা সুনার তিনদিন আগে মাঘী সংক্রান্তি পালন করতে তনাহুনের দুলেগাউন্ডা থেকে পোখারায় আসেন। তিনি তার বাড়ির সামনের উঠানে কাপড় পরিষ্কার করছিলেন। এমন সময় লক্ষ্য করলেন একটি প্লেন আকাশ থেকে তার দিকে আসছে।
পাইলট স্বামীর মতো একইভাবে প্রাণ হারালেন কো-পাইলট অঞ্জু
নেপালে প্লেন দুর্ঘটনায় মারা গেছেন কো-পাইলট অঞ্জু খাতিওয়াদা। ১৬ বছর আগে এমনই এক প্লেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তার স্বামী। ঘটনাচক্রে তিনিও কো-পাইলট ছিলেন এবং প্লেনটিও ছিল ইয়েতি এয়ারলাইনসের।
দুর্ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স উদ্ধার
নেপালে প্লেন বিধ্বস্তের ঘটনার একদিন পর দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হলো ফ্লাইট রেকর্ডার বা ব্ল্যাক বক্স। এটি প্লেনে ব্যবহৃত একটি ইলেকট্রনিক রেকর্ডিং ডিভাইস, যাতে সমস্ত তথ্য সংরক্ষিত থাকে এবং দুর্ঘটনার তদন্তে ব্যবহৃত হয়।
আগ মুহূর্তে পাইলটের কাছ থেকে অস্বাভাবিক কোনো বার্তা মেলেনি
নেপালের পোখারায় বিধ্বস্ত হওয়া প্লেনের পাইলট বিমানবন্দরের কাছাকাছি পৌঁছানোর সময় অপ্রীতিকর কিছু ঘটতে যাচ্ছে বলে জানাননি বা যাত্রীদের সতর্ক করেননি। তবে শেষ মুহূর্তে তিনি বিমানবন্দরের এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে প্লেনটির জন্য নির্ধারিত রানওয়ে পরিবর্তনের অনুরোধ জানিয়েছিলেন।
নেপালের পর্যটন খাতে ‘অশনি সংকেত’
করোনা মহামারির কারণে ব্যাপক অর্থনৈতিক গোলযোগের মধ্যে পড়ে নেপাল। আবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবও পড়ে দেশটির অর্থনীতিতে। তবে ২০২৩ সালে পর্যটন খাত ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছিল নেপাল সরকার। কিন্তু শুরুতেই ভয়াবহ প্লেন দুর্ঘটনা ধাক্কা দিলো দেশটির পর্যটনখাতে।
ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) সকালে এ ভূমিকম্প আঘাত হানে।
আফগানিস্তানে সাবেক নারী আইনপ্রণেতাকে গুলি করে হত্যা
আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক এক নারী সংসদ সদস্য ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই নারী আইনপ্রণেতার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
দিল্লিতে তাপমাত্রা নামলো ১.৪ ডিগ্রি সেলসিয়াসে
শীতকাল শুরুর পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলো ভারতের রাজধানী দিল্লিতে। দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, সোমবার ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শহরটির তাপমাত্রা। সেই সঙ্গে বইছে শৈত্যপ্রবাহ। আবহাওয়ার এমন পরিস্থিতি বিরাজ করবে আরও তিন দিন।
শুরু হলো রাশিয়া-বেলারুশের যৌথ সামরিক মহড়া
রাশিয়া-বেলারুশের যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) এ মহড়া শুরু হয়। সম্প্রতি ইউক্রেনের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল, বেলারুশকে যুদ্ধে অংশ নিতে প্ররোচিত করছে রাশিয়া। এর মধ্যেই এ যৌথ সামরিক মহড়া ওই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিলো।
এক শতাংশ ধনীর হাতে ভারতের ৪০ শতাংশ সম্পদ
ভারতের মোট সম্পদের ৪০ শতাংশের বেশির মালিক এখন মাত্র এক শতাংশ ধনী ব্যক্তি। বিপরীতে, নিচের অর্ধেক জনসংখ্যার হাতে রয়েছে মাত্র তিন শতাংশ সম্পদ। সোমবার (১৬ জানুয়ারি) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার প্রথম দিনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অধিকার গোষ্ঠী অক্সফাম ইন্টারন্যাশনাল।
কেএএ/এএসএম