বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গের পর মেঘালয় দখলের আশা তৃণমূলের, যাচ্ছেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

ধৃমল দত্ত, কলকাতা: ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তবে এবার মেঘালয়েও যাবেন তিনি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ প্লেনে রওয়ানা দিয়ে হাসিমারা এয়ারফোর্স স্টেশনে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। বুধবার হেলিকপ্টারে চড়ে যাবেন মেঘালয়ে।

মেঘালয় মেন্দি পাথর হেলিপ্যাড গ্রাউন্ডে রাজনৈতিক সভা করার কথা রয়েছে মমতার। ওই সভায় তৃণমূলের কংগ্রেসের সর্ব-ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন বলে জানা গেছে। ২০২২ সালে ডিসেম্বরে শেষ মেঘালয় সফরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নতুন বছরের শুরুতে আবারও যাচ্ছেন রাজ্যটিতে।

আরও পড়ুন>> ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতার: অমর্ত্য সেন

মেঘালয়ের প্রধান বিরোধী দল এখন তৃণমূল কংগ্রেস। চলতি বছরেই মেঘালয়ের বিধানসভার ভোট। তৃণমূল নেতৃত্ব মনে করছেন, একটু খাটলেই হয়তো মেঘালয়েও সরকার গড়তে পারবেন তারা। তাই ভারতের উত্তর-পূর্বের ছোট্ট রাজ্যটিকে পাখির চোখ করতে চাইছে মমতার দলটি।

আরও পড়ুন>> নির্বাচনের আগে গ্রামে গ্রামে রাত কাটাবেন তৃণমূল নেতারা

মুকুল সাংমাকে মুখ্যমন্ত্রীর মুখ করে মেঘালয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে একাধিক আসনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ফলে মেঘালয়ে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর সভা রাজনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন>> ফারাক্কার পানি চুক্তি নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করলেন মমতা

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।