রোহিতের প্রশংসায় ধোনি
বাংলাদেশের বিপক্ষে দারুণ জয় তুলে এশিয়া কাপের মিশন শুরু করেছে ভারত। দলের এমন জয়ের মূল ভূমিকায় ছিলেন ওপেনার রোহিত শর্মা।
বাংলাদেশের বোলারদের চাপের মুখ থেকে বের করে ৮৩ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলকে ৪৫ রানের জয় এনে দেন তিনি। তাই স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে অধিনায়কের উচ্ছ্বসিত প্রশংসা পেলেন এ ওপেনার।
বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘রোহিত পুরো ম্যাচের চিত্র বদলে দিয়েছে। তার ব্যাটিং খুবই স্পেশাল ছিল। তিন উইকেট হারানোর পর আমাদের একটি জুটি দরকার ছিল। সে তার দায়িত্ব ঠিকভাবে পালন করেছে, সময় নিয়ে সঠিক সময়ে দারুণ একটি জুটি গড়ে তুলেছে। এরপর হারদিকও কিছু বড় শট খেলে। তখনও রোহিত বেশি স্ট্রাইক নিয়ে খেলছিল। সে বলের পেস অনুযায়ী খেলেছিল। চমৎকার কিছু কাটশটও খেলেছে। আসলে এমন ব্যাটিংই আমরা চেয়েছিলাম।’
এই উইকেটে ১৪০ রানই অনেক ভালো স্কোর বলে জানান ধোনি। সেখানে রোহিতের দুর্দান্ত ইনিংসে ১৬৬ রানের বড় সংগ্রহ এনে দেয়ায় অনেকটাই ভারমুক্ত ছিলেন তিনি। পরবর্তী ম্যাচেও রোহিতের কাছ থেকে এমন ইনিংসই আশা করছেন ভারতের অধিনায়ক।
আরটি/বিএ