সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২০ জানুয়ারি ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২০ জানুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

পুতিন জীবিত কি না, তা নিয়ে সন্দেহ জেলেনস্কির

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জীবিত থাকা নিয়েই এবার সন্দেহ প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের বৈঠকে জেলেনস্কির এমন মন্তব্যের পর চাঞ্চল্য ছড়িয়েছে কূটনৈতিক মহলে।

রুশ জ্বালানি তেল আমদানি করছে পাকিস্তান

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করতে যাচ্ছে পাকিস্তান। মার্চ থেকে এই কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে দুই পক্ষই রাজি হয়েছে। এর আগে রাশিয়া ও পাকিস্তানের মধ্যে বার্ষিক আন্তঃসরকার বৈঠক হয়।

প্লেনে প্রস্রাব কাণ্ড: এয়ার ইন্ডিয়াকে জরিমানা

প্রস্রাব কাণ্ডের জন্য এবার শাস্তি পেল বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। ভারতের বেসামরিক বিমান পরিবহণের নিয়ামক সংস্থা ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে এই ঘটনায় ৩০ লাখ রুপি জরিমানা করেছে।

৯০ শতাংশ সম্পত্তি খুইয়েছেন চীনা বিলিয়নিয়ার

চীনের ধনীদের গত কয়েক বছর ধরে খুব একটা ভালো সময় যাচ্ছে না। বিশেষ করে যারা প্রোপার্টিখাতে ব্যবসা করেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স অনুযায়ী, রিয়েল এস্টেট ডেভেলপার চায়না এভারগ্রান্ডের চেয়ারম্যান হুইকা ইয়ানের সম্পত্তি কমেছে প্রায় ৯৩ শতাংশ।

ঘরে খাবার নেই, স্কুলে যাওয়া বন্ধ শ্রীলঙ্কার শিশুদের

নাদিকা প্রিয়দর্শিনী পড়েছেন ভয়ংকর এক সমস্যায়। ঘরে খাবার না থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে পারছেন না তিনি। চরম অর্থনৈতিক সংকটের মুখে তার পরিবার এখন দিনে মাত্র একবার কিছু সবজি দিয়ে ভাত খাচ্ছে। কোনো কোনো দিন তা-ও জুটছে না। বাড়িতে খাবার নেই, চাল-ডাল কেনার পয়সা নেই। এ অবস্থায় সন্তানদের কীভাবে স্কুলে পাঠাবেন তা ভেবে কুল পাচ্ছেন না এ লঙ্কান নারী।

পাকিস্তানে বোমা বিস্ফোরণে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে রেললাইনের পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চলন্ত একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের আহত হওয়ার খবর জানিয়েছে।

একদিনের ব্যবধানে ফের মাঝ আকাশে উড়োজাহাজের যান্ত্রিক সমস্যা

সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ফিজি থেকে সিডনিতে ফিরে গেছে কানতাস এয়ারওয়েজ লিমিটেডের একটি ফ্লাইট। অকল্যান্ড থেকে সিডনিগামী একটি যাত্রীবাহী ফ্লাইটে মাঝ আকাশে সমস্যা হওয়ার একদিন পরেই একই এয়ারলাইনসের আরও একটি ফ্লাইটে ঘটলো এ ঘটনা। খবর ব্লুমবার্গের।

১৯৫৫ সালের পর ৬৮ প্লেন দুর্ঘটনা, মারা গেছে নয় শতাধিক

বিশ্বজুড়ে নিরাপদ পরিবহন হিসেবে বিবেচনা করা হয় বাণিজ্যিক ফ্লাইটকে। কিন্তু প্লেন দুর্ঘটনার সংখ্যা ও মৃত্যুর হিসাব করলে নেপালের ক্ষেত্রে এই ধারণা একেবারেই বেমানান।

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে চলছে সরকারবিরোধী আন্দোলন। গত মাস থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতায় সরকারের দমন-নিপীড়নে অন্তত ৫০ জন নিহত হওয়ার জেরে আন্দোলনের তীব্রতা বেড়েছে।

পদত্যাগের ঘোষণার পর জেসিন্ডা বললেন, ভালো ঘুম হয়েছে

হঠাৎই পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তার এ ঘোষণায় হতবাক জেসিন্ডার ভক্ত-অনুরাগীরা। তবে পদত্যাগের ঘোষণার পর জেসিন্ডা বললেন, এতে তার কোনো অনুশোচনা নেই। বরং রাতে ভালো ঘুম হয়েছে।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।