কলকাতায় সাবেক বিমানসেবিকার অস্বাভাবিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ এএম, ২২ জানুয়ারি ২০২৩
ছবি সংগৃহীত

ধৃমল দও কলকাতা:

কলকাতার বাইপাস মেট্রোপলিটন এলাকায় সাবেক বিমানসেবিকার রহস্যময় মৃত্যু হয়েছে। এ ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে।

একটি বহুতল ভবনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় সাবেক বিমানসেবিকা দেবপ্রিয়া বিশ্বাসকে। এসময় তার হাতে ছিল চাবির গোছা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কলকাতার প্রগতি ময়দান থানার পুলিশ।

আরও পড়ুন> পশ্চিমবঙ্গে লেখক সুজন দাশগুপ্তের মরদেহ উদ্ধার

তাকে ধাক্কা মেরে ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছ। না কি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রগতি ময়দান থানার পুলিশ জানিয়েছে, ওই তরুণীর নাম দেবপ্রিয়া বিশ্বাস। ২৭ বছর বয়স। করোনার আগে দেবপ্রিয়া কাজ করতো কাতার এয়ারওয়েজে। কোভিডের সময় তার চাকরি চলে যায়।

আরও পড়ুন> বাংলাদেশ সীমান্তের কাছে পশ্চিমবঙ্গে একজনের মরদেহ উদ্ধার

পরে ইন্ডিগোতে চাকরি পান তিনি। কিন্তু দেবপ্রিয়ার ওজন বেড়ে যাওয়ায় ছুটিতে ছিলেন।

শনিবার রাতে তার বোনের ফ্ল্যাটের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। উদ্ধার করে কলকাতার শেঠ শুকলাল কর্নানি মেমোরিয়াল হাসপাতলে (এসএসকেএম) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারকেরা মৃত বলে ঘোষণা করে।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।