২০২২ সালে এক কোটি গাড়ি বিক্রি করেছে টয়োটা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৬ এএম, ৩১ জানুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা ২০২২ সালে বিশ্বে গাড়ি বিক্রিতে রেকর্ড করেছে। গত বছর প্রতিষ্ঠানটি ১ কোটি ৫ লাখ গাড়ি বিক্রি করেছে। এ নিয়ে টানা তৃতীয় বছর গাড়ি বিক্রিতে শীর্ষস্থান ধরে রাখলো টয়োটা।

টয়োটার বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দাইহাৎসু ও হিনোসহ তাদের সব অঙ্গ-প্রতিষ্ঠান গত বছর বিদেশে ৮৬ লাখ গাড়ি বিক্রি করেছে। এছাড়া এই সময়ে দেশের বাজারে অর্থাৎ জাপানে ১৯ লাখ গাড়ি বিক্রি করেছে টয়োটা।

টয়োটার পক্ষ থেকে বলা হয়, করোনা মহামারির প্রভাবের পাশাপাশি বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পের সরবরাহ ঘাটতির কারণে এর আগে উৎপাদন যেভাবে কমে গিয়েছিল গত বছর সেটা কমিয়ে আনতে সক্ষম হয়েছে তারা।

গত বছর টয়োটার পরে সবচেয়ে বেশি ৮৩ লাখ গাড়ি বিক্রি করেছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন। আর গেলো বছর গাড়ি বিক্রির দিক থেকে তৃতীয় অবস্থানে ছিল দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান হুন্দাই মোটর গ্রুপ।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।