নির্বাচনে একই পরিবারের ৩ প্রার্থী ঘিরে উচ্ছ্বাস

ত্রিপুরা সংবাদদাতা:
একই পরিবারের তিন প্রার্থীর মনোনয়নকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। তাদের মধ্যে দুইজন আপন ভাই-বোন ও অন্যজন ভ্রাতুষ্পুত্র (ভাইয়ের ছেলে)। দুই ভাই-বোনের একজন ক্ষমতাসীন বিজেপির অন্যজন বিরোধী কংগ্রেসের। আরেকজন বামফ্রন্ট শরিক অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক মনোনীত প্রার্থী।
ত্রিপুরা রাজ্যে ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে এবছর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী হয়েছেন তারা তিনজন। বিজেপির হয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার নাম মিনারানী সরকার। তারই আপন বড় ভাই রাজকুমার সরকার হয়েছেন কংগ্রেস দলের মনোনীত প্রার্থী। অন্যজন তারও বড় ভাইয়ের ছেলে পার্থ রঞ্জন সরকার।
রাগঢাক না রেখে সোমবার একই মহাকুমা শাসক অফিসে গিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দাখিল করেছেন তারা। মিছিলযোগে তারা প্রত্যেকেই ১৪ বাধারঘাটস্থিত চারিপাড়ার নিজস্ব বাসভবন থেকে পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে মনোনয়ন জমা দেয়। মিছিলগুলোর প্রত্যেকটিতে তেমন সাড়া লক্ষ্য করা না গেলেও বিজেপির প্রার্থী মিনারানী সরকারের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
রাজ্য বিধানসভায় বরাবরের মতোই এই আসনটি ছিল কংগ্রেসের অনুকূলে। প্রায়াত দিলীপ সরকার ছিলেন এই কেন্দ্রের জয়ী বিধায়ক। ২০১৮ সালে অবশ্য কংগ্রেস দল ত্যাগ করে স্বপরিবারে বিজেপিতে যোগ দেন তিনি। এরপর সেই বছরই বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ফের জয়ী হন। কিন্তু ২০১৯ সালে তিনি মারা যাওয়ার পর আসনটি চলে যায় তার পরিবারের বাইরে। উপ-নির্বাচনে জয়ী হয়ে এই কেন্দ্রের বিধায়ীকা হন মিমি মজুমদার।
মাস কয়েক আগে অবশ্য এলাকাবাসীর চাহিদা অনুভব করতে পেরে শাসক দল আগরতলা পুর নিগমের কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয় প্রয়াত বিধায়কের ছোট বোন মিনারানী সরকারকে। এরপর জয়ীও হন তিনি। তাকেই আবার শাসক দল আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিলো।
এদিকে প্রয়াত বিধায়কের বড় ভাই রাজকুমার সরকার মাত্র মাসখানেক আগেই ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছেড়ে যোগ দেন কংগ্রেসে। পরে এলাকাবাসীর চাহিদা অনুভব করতে পেরে কংগ্রেস দল এবছর বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেছে তাকে। অন্যদিকে ভাতিজা পার্থরঞ্জন সরকারও মাত্র কদিন আগেই যোগ দেন বামফ্রন্ট শরিক সারা ভারত ফরওয়ার্ড ব্লক-এ। এরপরই ফরওয়ার্ড ব্লক থেকে এবছর প্রার্থী করা হয় তাকেও।
বিজেপির বিরুদ্ধে এবছর এক প্রকার জোটের হাওয়া পরিলক্ষিত হচ্ছে ভারতের এই ত্রিপুরা রাজ্যে। এরই মধ্যে কংগ্রেস ও সিপিআইএম আসন সমঝোতায় এসে গেছে। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থী পদ প্রত্যাহারের সুযোগ থাকায় কথা চলছে তিপ্রা মথার সঙ্গে।
এমএসএম