ফিফার নতুন প্রেসিডেন্ট জেয়ানি ইনফান্তিনো


প্রকাশিত: ০৯:২০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুইজারল্যান্ডের জেয়ানি ইনফান্তিনো। জুরিখে দ্বিতীয় রাউন্ডের ভোটে তিন প্রার্থীকে হারিয়ে এই পদে বিজয়ী হয়েছেন সুইস এই আইনজীবী । খবর বিবিসি ।

উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে বিজয় ভাষণে ইনফান্তিনো ফিফার ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে সংস্থার হৃতগৌরব ফিরিয়ে আনতে চান।

প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটাভুটির আগে শুক্রবার ফিফার এক নজিরবিহীন অধিবেশনে ফুটবলে দুর্নীতি ঠেকাতে এবং সংস্থার স্বচ্ছতা বাড়াতে ফিফা বেশ কিছু সংস্কার পরিকল্পনা অনুমোদন করে।

এসব সংস্কারের মধ্যে প্রেসিডেন্টসহ নির্বাচিত ফিফা কর্মকর্তাদের বিভিন্ন পদে থাকার সময়সীমা বেঁধে দেয়া হয় এবং প্রেসিডেন্টের বেশ কিছু ক্ষমতা হ্রাস করা হয়।

এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।