অবশেষে জামিনে মুক্তি পেলেন ইরানি পরিচালক জাফর পানাহি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

পুরস্কারপ্রাপ্ত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি কারাগারে অনশন কর্মসূচি পালনের দুই দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার তাকে তেহরানের আলোচিত এভিন কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়।

৬২ বছর বয়সী জাফর পানাহি গত জুলাই মাসে গ্রেফতার হন। সে সময় কর্তৃপক্ষের সমালোচনা করায় আটক হন তার দুই পরিচালক সহকর্মী।

তার স্ত্রী মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরানের এই পরিচালক সিনেমা বানিয়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। ২০১৫ সালে ‘ট্যাক্সি’ সিনেমার জন্য বার্লিন উৎসবে সবচেয়ে বড় পুরস্কার গোল্ডেন বার্লিন বিয়ার লাভ করেন। ২০১৮ সালে ‘থ্রি ফেসেস’ সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবে চিত্রনাট্যের কারণে পুরস্কার পান তিনি। বিভিন্ন সময়ে ইরান সরকারের নানা নিয়মনীতি নিয়ে কথা বলার কারণে গ্রেফতার হন ও নিজ দেশে গৃহবন্দী থেকেছেন জাফর পানাহি।

আরও পড়ুন> হিজাব ইস্যুতে বিক্ষোভ> ইরানে অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী আটক

চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রসুলফ ও মোস্তফা আল-ই আহমাদকে গত মে মাসে আবদান শহর থেকে গ্রেফতার করা হয়। সে সময় একটি ১০ তলা ভবন ধসে ৪০ জনেরও বেশি নিহত হওয়ার ঘটনায় সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাদের বিরুদ্ধে ‘আন্দোলন উসকে দেওয়া ও সমাজের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়।

গ্রেফতার হওয়া পরিচালক মোহাম্মদ রসুলফের বিষয়ে খোঁজ নিতে গত ১১ জুলাই এভিন কারাগারে গিয়েছিলেন পানাহি। একটি পুরোনো মামলার দোহাই দিয়ে সেখানে তাকেও গ্রেফতার করা হয়। অক্টোবরে তাকে মুক্তির নির্দেশ দেন দেশটির শীর্ষ আদালত। কিন্তু তার পরেও কারাগারে আটকে রাখা হয় এই খ্যাতিমান পরিচালককে। এর আগে, গত ৭ জানুয়ারি জামিনে মুক্তি পান রসুলফ।

সূত্র: বিবিসি

এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।