পশ্চিমবঙ্গ

শিলিগুড়িতে অ্যাম্বুলেন্স-ট্রাকের মুখোমুখী সংঘর্ষ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২১ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ প্রতিনিধি:

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ফুলবাড়ী এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন জনের প্রাণহানি হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি থেকে শিলিগুড়িতে রোগী নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের। গুরুতর আহত হয় আরও তিনজন।

পুলিশ জানিয়েছে, ময়নাগুড়ি থেকে মুক্তি সাহা নামে এক রোগীকে নিয়ে তার পরিবারের সদস্যরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসছিলেন। সেই সময় ফুল বাড়ীর কাছে আমাই দিঘিতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সের। এতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই তিনজনের।

মৃতরা হলেন এম্বুলেন্সচালক প্রশান্ত রায়(৫০), বাপন ঘোষ (৩৫) ও রিতা সাহা। গুরুতর আহত হয়েছে মুক্তি সাহা, গোপাল কর এবং মৃদুল সাহা।

অ্যাম্বুলেন্সচালক প্রশান্ত রায়ের বাড়ি পশ্চিমবঙ্গের ময়নাগুড়ি পেটকাটি এলাকায়। বাপন ঘোষ এর বাড়ি ময়নাগুড়ির সুভাষ নগর, এবং রিতা সাহার বাড়ি ময়নাগুড়ির মিলন পাড়া এলাকায়। ভোরে রাস্তায় কুয়াশার জেরে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।