করোনায় ৪৫২ মৃত্যুর ২৬৩ জনই জাপান-তাইওয়ানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু জাপান ও তাইওয়ানে মারা গেছেন ২৬৩ জন। এদিকে, একদিনে সারা বিশ্বে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯২ হাজার ৩৪৫ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন এক লাখ ২০ হাজার ৯১৯ জন।

এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮১ হাজার ৮৭১ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭৪ লাখ ২৫ হাজার ৫৮৩ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৩৪৪ জন।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে জাপানে। দেশটিতে একদিনে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৩৭১ জন এবং মারা গেছেন ১৮১ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত তিন কোটি ২৯ লাখ ৩৫ হাজার ৬১১ জন। তাদের মধ্যে মারা গেছেন ৭০ হাজার ৫৫৮ জন।

আরও পড়ুন: করোনায় আরও ৭৮০ মৃত্যু, শনাক্ত এক লাখ ২১ হাজার

দৈনিক মৃত্যু ও শনাক্তের হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে তাইওয়ান। দেশটিতে একদিনে শনাক্ত হয়েছে ১৮ হাজার ৩০০ জন রোগী। মারা গেছেন ৮২ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়ালো ৯৭ লাখ ৯১ হাজার ৯০৮ জন এবং মারা গেছেন ১৭ হাজার ৪৬ জন। এছাড়া সেরে উঠেছেন ৯৩ লাখ ২৫ হাজার ৯৯২ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন তিন হাজার ৮৫১ জন এবং মারা গেছেন ৩৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ২৯৬ জন এবং মারা গেছেন ১১ লাখ ৪০ হাজার ১৫ জন।

রাশিয়ায় একদিনে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৮৪৫ জন এবং মারা গেছেন ৩৬ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত রোগী বেড়ে দাঁড়ালো দুই কোটি ২০ লাখ ৬০ হাজার ৩৭০ জন। তাদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৯৫ হাজার ৫২০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি ১৪ লাখ ২৫ হাজার ৮৮৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ১২ জন, দক্ষিণ কোরিয়ায় ১৬ জন, চিলিতে ২০ জন, পেরুতে ২১ জন, ফিলিপাইনে ১৪ জন মারা গেছেন।

এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।