এপ্রিলের শেষ শুক্রবারে আসছে আইসক্রিম


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনির দ্বিতীয় চলচ্চিত্র ‘আইসক্রিম’ মুক্তি পাচ্ছে আগামী এপ্রিলের শেষ শুক্রবার অর্থাৎ ২৯ এপ্রিল। তরুণ প্রজন্মের প্রেম-ভালোবাসা, হাসি-কান্নাকে উপজীব্য করেই রনি নির্মাণ করেছেন আইসক্রিম।

ছবিটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, রাজ এবং উদয়। এ ছাড়াও আছেন ওমর সানি, দিতি ও এ টি এম শামসুজ্জামানসহ আরো অনেকে।

ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনা করেছেন রেদওয়ান রনি। প্রযোজনা করেছে পিং-পং এন্টারটেইনমেন্ট, পপকর্ন ফিল্মস, টপ অব মাইন্ড।   

এদিকে, গেল ১১ ফেব্রুয়ারি বিনা কাটা-ছেঁড়ায় সেন্সর ছাড়পত্র আইসক্রিম ছবিটি। ছবিটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এই ছবিতে সবচেয়ে বড় চমক থাকছে প্রধান চরিত্রে তিন জনের অভিষেক, যা দর্শকদের মুগ্ধ করবে বলে বিশ্বাস করি।’

আইসক্রিম নামকরণ নিয়ে রনি বলেন, ‘আইসক্রিম দেখতে সুন্দর, খেতেও মজা। কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় আইসক্রিম যত্ন করে রাখতে হয়। মানুষের ভালোবাসার সম্পর্কও ঠিক তেমনই। ভালোবাসা অনেক আনন্দের, সেটাকেও যত্ন করে রাখতে হয়। যত্ন ছাড়া ভালোবাসা বাঁচে না। ‘আইসক্রিম’ চলচ্চিত্রটি ভালোবাসার সম্পর্ক আর যত্নের গল্প।

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।