রাষ্ট্রপতি লন্ডন পৌঁছেছেন


প্রকাশিত: ১১:২৫ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার রাতে লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি বিমান সোমবার লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার মো. আবদুল হান্নান হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন একথা জানান।

রাষ্ট্রপতি আগামী ৭ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিনী রাশিদা খানম সঙ্গে রয়েছেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।