বিএনপির অভিযোগ আমলে নিচ্ছে ইসি


প্রকাশিত: ১১:৫১ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ ঢালাও উল্লেখ করে সেসব আমলে না নেয়ার ঘোষণা দেয়ার একদিন পরই তা আমলে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য কয়েকটি অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।

সোমবার ইসির কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেয়নি। তাদের অভিযোগ ঢালাও। ঢালাও অভিযোগে তদন্ত করা কষ্টকর। এরপরও আমরা কয়েকটি অভিযোগের তদন্ত করেছি।

শাহ নেওয়াজ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন জমাদানে বাধা দেওয়ার অভিযোগ আমলে নিচ্ছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে আগামীতে একাধিক স্থানে মনোনয়ন জমার ব্যবস্থা করবে ইসি।

এমন একটি সিদ্ধান্ত কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, আমরা চাই না নির্বাচন নিয়ে কোনো ধরনের অভিযোগ আসুক। কিছু কিছু জায়গা থেকে অভিযোগ এসেছে মনোনয়নপত্র জমা দিতে পারেনি। এ লক্ষে আমরা এ ধরনের একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিদ্ধান্ত হলেই চূড়ান্ত হবে বিকল্প স্থানগুলো কোথায়। আপাতত জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় ও জেলা প্রশাসকের কাযালয়কে ভাবা হচ্ছে।

একাধিক জায়গায় মনোনয়ন জমা নেওয়ার সিদ্ধান্তের ফলে ইসি কি বিএনপির অভিযোগ আমলে নিচ্ছে এমন প্রশ্নের জবাবে মো. শাহ নেওয়াজ বলেন, কেউ যেন কোনো অভিযোগের সুযোগ না পায় সে জন্যে আমরা এ ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছি। কেউ যেন ন্যায় অন্যায় অভিযোগ করার সুযোগ না পায় সে ব্যবস্থা নিতেই একাধিক জায়গায় মনোনয়ন জমা নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছি।    

এই নির্বাচন কমিশনার বলেন, ইউপি নির্বাচন একটি বিরাট নির্বাচন। সবার সহযোগিতা নিয়ে নির্বাচন করতে হবে। প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থী সমান সুযোগ পাবে। এ জন্যে যা যা করা দরকার করবো। আইন-শৃঙ্খলা বাহিনীর বৈঠকে আমরা কঠোর নির্দেশনা দিয়ে দিবো। প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্ব পালন করে।

এর আগে রোববার নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বলেন, বিএনপির অভিযোগ ঢালাও। তাই তাদের কোনো অভিযোগ আমলে নিবে না ইসি।

এইচএস/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।