কাশ্মীরে সেনাক্যাম্পে হামলা, নিহত ১৩


প্রকাশিত: ০৯:২৬ এএম, ০৫ ডিসেম্বর ২০১৪

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি সেনাক্যাম্পে বিদ্রোহীদের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। কাশ্মীরের উরি সেক্টরে শুক্রবারের এই হামলায় নিহতদের মধ্যে সাতজন সেনা ও তিনজন পুলিশ সদস্য রয়েছেন।

এদিকে, একই দিন কাশ্মীরের উরি থেকে একশ’ কিলোমিটার দূরে শ্রীনগরে অপর একটি সেনাক্যাম্পে হামলার সময় সেনাদের গুলিতে নিতে হয়েছেন আক্রমণকারী তিন বিদ্রোহী।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, সাত সেনা, তিন পুলিশ ও তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।

শ্রীনগরের সেনা মুখপাত্র এনএন জোসি জানিয়েছেন, অভিযান এখনও চলছে। তবে এর বেশি কিছু জানাননি জোসি।

উরি ও আশপাশের এলাকাগুলোতে আগামী মঙ্গলবার শুরু হতে যাওয়া স্থানীয় নির্বাচনের আগে এই ধরনের হামলার ঘটনা ঘটল। ওই নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণায় অংশ নিতে সোমবার শ্রীনগরে যাওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

প্রসঙ্গত, প্রায় মাসব্যাপী স্থানীয় নির্বাচনে জম্মু-কাশ্মীরের অধিবাসীরা ভোট দেবেন পাঁচ দফায়। ২৩ ডিসেম্বর নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে। - এনডিটিভি/ডন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।