বাংলা ভাষা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে
বাঙালির প্রাণের ভাষা ‘বাংলা’ আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নিউইয়র্কে একুশের বইমেলা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, পৃথিবীতে এমন কোনো নজির নেই যে, কোনো জাতি নিজেদের ভাষার জন্য আন্দোলন করে জীবন দিয়েছে। শুধুমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য আন্দোলন করে প্রাণ দিয়েছে। এই ভাষার অধিকার আমরা আদায় করেছি ১৯৫২ সালে। ভাষা আন্দোলন থেকেই আমাদের স্বাধীনতা সংগ্রামের শুরু। সেই আন্দোলনের পথ ধরেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষণা করেন। যা আমাদের মধ্যে জাগরণ সৃষ্টি করে।
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষা ও সংস্কৃতির যা জন্য করেছেন বিগত কোনো সরকার তা করতে পারেনি।
নিউইয়র্কে দুই দিনব্যাপী এ বইমেলার আয়োজন করে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালি চেতনা মঞ্চ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান এনডিসি, যুক্তরাষ্ট্র সফররত সোশ্যাল ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) ডা. রেজাউল হক, কেপিসি গ্রুপের চেয়ারম্যান ডা. কালী প্রদীপ চৌধুরী, ডা. জিয়াউদ্দিন আহমেদ, লেখক হাসান ফেরদৌস, রিয়েল এস্টেট ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমুখ।
আরএস/পিআর