সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০১ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০১ মার্চ ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

অস্ট্রেলিয়ায় আশ্রয় চাইতে গিয়ে ‘নরক যন্ত্রণায়’ দুই বাংলাদেশি
কথিত নির্যাতনের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে অবৈধপথে অস্ট্রেলিয়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন দুই বাংলাদেশি। কিন্তু ধরা পড়ে যান অস্ট্রেলীয় নৌবাহিনীর হাতে। এরপর তাদের পাঠানো হয় দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত ছোট দ্বীপরাষ্ট্র নাউরুতে। অস্ট্রেলিয়া থেকে দ্বীপটিতে আকাশপথে যেতেও সময় লাগে অন্তত পাঁচ ঘণ্টা। সেখানেই ভয়াবহ নরক যন্ত্রণার মধ্যে প্রায় ১০ বছর ধরে বন্দি মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ কাইয়ুম নামে ওই দুই বাংলাদেশি।

পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসে ২ মাসে ৪২ শিশুর মৃত্যু
পশ্চিমবঙ্গে এখন এক আতঙ্কের নাম অ্যাডিনোভাইরাস। রাজ্যজুড়ে শিশুদের মধ্যে এর সংক্রমণ বাড়ছে দ্রুত, তার সঙ্গে পাল্লা দিচ্ছে মৃত্যুর সংখ্যাও। কলকাতার হাসপাতালগুলোর সামনে দেখা যাচ্ছে অভিভাবকদের ভিড়। প্রত্যেকের চোখে-মুখে আতঙ্কের ছাপ। শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাসহ উত্তরবঙ্গেও একই দৃশ্য।

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৬
গ্রিসে একটি যাত্রীবাহী ও একটি কার্গো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৫ জন। মঙ্গলবার রাতে (২৮ ফেব্রুয়ারি) এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়।

আম্বানি-অমিতাভ-ধর্মেন্দ্রর বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র এবং ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নাগপুর থানায় ফোন করে এই হুমকি দেওয়া হয়। এদিন নাগপুর পুলিশ কন্ট্রোল রুমের হটলাইনে একটি কল আসে। কলদাতা দাবি করেন, অমিতাভ, ধর্মেন্দ্র ও আম্বানির বাড়ির বিভিন্ন স্থানে বোমা বসানো হয়েছে। যেকোনো সময় সেগুলো উড়িয়ে দেওয়া হবে।

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান
জনসাধারণকে স্বস্তি দিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। আগামী দুই সপ্তাহের জন্য প্রতি লিটার পেট্রলে পাঁচ রুপি কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটিতে এখন পেট্রলের দাম ২৬৭ রুপি। তবে ডিজেলের দাম আগের ২৮০ রুপিই থাকছে।

হত্যাযজ্ঞ সত্ত্বেও যুদ্ধবিমানের জ্বালানি পাচ্ছে মিয়ানমার
মিয়ানমারজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো সত্ত্বেও এশিয়া ও ইউরোপের কিছু কোম্পানি থেকে অব্যাহতভাবে সামরিক জেটের জ্বালানি পাচ্ছে জান্তা সরকার। ফলে দেশটির সামরিকবাহিনী বিরোধীদের লক্ষ্য করে আকাশপথে অভিযান চালিয়ে যেতে সক্ষম হচ্ছে। এতে শত শত বেসামরিক নাগরিক হতাহত হচ্ছে।

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় ছড়াচ্ছে কলেরা, ২ জনের মৃত্যু
ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে কলেরা। এখন পর্যন্ত কলেরায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ রোগে আক্রান্ত হয়েছে আরও ৫৬৮ জন। আসাদ সরকার বিরোধীদের নিয়ন্ত্রিত এলাকায় কাজ করা জরুরি সহায়তা টিমের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।

টাটা গ্রুপের বিসলেরি কেনা থমকে গেছে ‘অর্থাভাবে’?
ভারতের অন্যতম বৃহত্তম বোতলজাত পানি প্রস্তুতকারক বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। কয়েক মাস আগে বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিল, বিসলেরির অধিকাংশ মালিকানা কিনে নিতে চলেছে আরেক ভারতীয় জায়ান্ট টাটা গ্রুপ। কিন্তু সেই প্রক্রিয়া থমকে গেছে। কারণ, দাম নির্ধারণ নিয়ে একমত হতে পারছে না দু’পক্ষ।

দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ: জি-২০ সম্মেলন মোদীর জন্য কতটা সাফল্যের?
২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০-র সভাপতির দায়িত্ব নিয়েছে ভারত। বিশ্বমঞ্চে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে এবার। ভারতের যেকোনো শহর ঘুরলে সর্বত্র চোখে পড়বে জি-২০ সম্মেলন ঘিরে কর্মযজ্ঞ। গোলচত্বর, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ও বিমানবন্দরগুলো সাজানো হয়েছে সম্মেলনকে কেন্দ্র করে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল সম্মেলন। সেই আয়োজনে অতিথি হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ৮টি দেশ।

খেলতে খেলতে কানের দুল গলায় আটকে প্রাণশঙ্কায় ৯ মাসের শিশু
খেলতে খেলতে মায়ের কানের দুল মুখে পুরে নিয়েছিল নয় মাসের শিশু হিমেল। সেই দুল আটকে যায় তার খাদ্যনালীর মুখে। ফলে তৈরি হয় মরণ-বাঁচন পরিস্থিতি। যন্ত্রণায় ছটফট করতে থাকে শিশুটি। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে কী করতে হবে বুঝতে পারছিল না তার পরিবার। পরে শিশুটিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি সরকারি হাসপাতালে। সেখানকার চিকিৎসকরাও কিছু করতে পারেননি। তারা বাচ্চাটিকে দ্রুত মালদায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।