ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার


প্রকাশিত: ০৪:০৬ এএম, ০৩ মার্চ ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ তফসির (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার রাতে পৌরশহরের কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তফসির শহরের কান্দিপাড়া এলাকার মৃত হেফজুল বারীর ছেলে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে সদর মডেল থানা পুলিশের একটি দল শহরের কলেজপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে স্থানীয় একটি পরিত্যক্ত খোলা জায়গা থেকে তফসিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, তফসিরের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা রয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।