সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ মার্চ ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
এক সপ্তাহে চারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ. কোরিয়ার
এক সপ্তাহে চতুর্থবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পর এবার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে কিম জং উনের দেশ। অন্যদিকে ১১ দিন ব্যাপী যৌথ সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এই মহড়াকে আগ্রাসন মনে করছেন উন। দুই দেশকে বার্তা দিতেই একাধিকবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।
ভারত-বাংলাদেশ সীমান্তে সোনার ৪০ বার জব্দ
ভারত-বাংলাদেশের সীমান্ত থেকে ৪০টি সোনার বার উদ্ধার করেছে বিএসএফ সদস্যরা। শনিবার (১৮ মার্চ) গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীটি।
প্রবাসীর সততায় মুগ্ধ দুবাই পুলিশ
সংযুক্ত আরব আমিরাতে সততার এক অনন্য নজীর গড়লেন এক প্রবাসী। তিনি ফ্রান্সের নাগরিক। জানা গেছে, রাস্তায় ৩০ হাজার ডলার পেয়েছিলেন ওই প্রবাসী। কিন্তু তিনি এ অর্থ আত্মসাৎ না করে কর্তৃপক্ষের কাছে ফিরেয়ে দেন। এজন্য দুবাই পুলিশ তার সততার ভূয়সী প্রশংসা করেছেন। খবর আরাবিয়ান বিজনেসের।
মঙ্গলগ্রহে হিমবাহের অবশিষ্ট অংশের সন্ধান
মঙ্গলগ্রহে একটি প্রাচীন হিমবাহের অবশিষ্ট অংশের সন্ধান মিলেছে। ফলে বোঝা যাচ্ছে সেখানে এখনো পানির কিছু গঠন রয়েছে। লাল এই গ্রহটিতে একদিন মানুষ পা ফেলবে বলেও আশা করা হচ্ছে।
কৃষ্ণসাগর হয়ে খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়লো
তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় করা ইউক্রেন-রাশিয়ার কৃষ্ণসাগর হয়ে নিরাপদে খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ আরও বাড়লো। শনিবার (১৮ মার্চ) জাতিসংঘ ও তুরস্কের তরফে এ ঘোষণা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রে ব্যাংক বিপর্যয় নিয়ে সরব হলেন ওয়ারেন বাফেট
মার্কিন ব্যবসায়ী ও বার্কশায়ার হ্যাথাওয়ে কোম্পানির প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট ব্যাংকিংখাতে বিপর্যয় নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। বাইডেনের একটি টিম ও বাফেটের মধ্যে গত সপ্তাহে একাধিকবার আলাপ হয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারি পরোয়ানা তোয়াক্কা না করে ক্রিমিয়ায় পুতিন
ইউক্রেনের কাছ থেকে অধিগ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে ক্রিমিয়া পরিদর্শনে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (১৮ মার্চ) পূর্বঘোষণা না দিয়েই তিনি ক্রিমিয়া চলে যান। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ত্রিপুরায় ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব
ভারত ও বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে ত্রিপুরায় পালন করা হলো মৈত্রী উৎসব। শনিবার (১৮ মার্চ) মৈত্রী সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন্স (সিবিআইআর)।
ক্রেডিট সুইস ব্যাংক বাঁচাতে ৬ বিলিয়ন ডলার গ্যারান্টি চায় ইউবিএস
যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপের ব্যাংকে বড় ধাক্কা লেগেছে। বিপর্যয়ের দ্বারপ্রান্তে সুইজারল্যান্ডের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট সুইস ব্যাংক। এই আর্থিক প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করতে এগিয়ে এসেছে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ব্যাংক ইউবিএস এজি। তবে প্রতিষ্ঠানটি এই ব্যাংক কিনতে সরকারের কাছে ৬ বিলিয়ন ডলারের নিশ্চয়তা চেয়েছে।
এমএসএম/এএসএম