টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে পরিবর্তন


প্রকাশিত: ১২:০১ পিএম, ০৩ মার্চ ২০১৬

এশিয়া কাপে পাকিস্তানের চরম ভরাডুবিতে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশটির প্রতিটি অঞ্চলজুড়ে। সাবেক-বর্তমান, সাধারণ-অসাধারণ থেকে শুরু করে সবাই সমালোচনায় মুখর। আফ্রিদিদের মুণ্ডুপাত চলছেই। একের পর এক লজ্জায় অবশেষে দল নিয়েও ভাবতে বাধ্য হচ্ছেন পাকিস্তানি নির্বাচকরা। সে কারণে পরিবর্তন আসতে যাচ্ছে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে।

এশিয়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একই দল ঘোষণা করেছিল পাকিস্তান। যদিও পিএসএল চলাকালেই এশিয়া কাপের দলে দুটি পরিবর্তন আনে দলটির টিম ম্যানেজমেন্ট। শারজিল খান এবং পেসার মোহাম্মদ সামিকে দলভূক্ত করা হয়। তবে, টি-টোয়েন্টি বিশ্বাকাপের দলে নিশ্চিত একটি পরিবর্তণ আনার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিশ্বকাপে পাকিস্তান দলে আসতে পারেন ওপেনার আহমেদ শেহজাদ। এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত আগের দল থেকে বাদ দেয়া হয়েছিল তাকে। নেয়া হয়েছিল এক সমযের টেস্ট স্পেশালিস্ট খ্যাত খুররম মনজুরকে। কিন্তু এশিয়া কাপে খুররম মনজুরের যারপরনাই হতাশাজনক পারফরম্যান্স পুরো দলকেই ডুবিয়েছে। টপ অর্ডারে ধরে খেলারমত মানসিকতাই তৈরী হয়নি তার। দ্রুত আউট হয়ে পাকিস্তানকে বিপদে ফেলছেন বার বার। এ কারণে পাকিস্তান নির্বাচকরা চিন্তা করছে, খুররম মনজুরের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে আহমেদ শেহজাদকে নেয়া হবে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাবাহিক পারফরমার ছিলেন শেহজাদ। তবুও তাকে বাদ দেয়া হয়েছিল। এবার এয়িশা কাপে ব্যর্থতার পর, হঠাৎ করেই পিসিবির পক্ষ থেকে পাসপোর্ট চাওয়া হয়েছে শেহজাদের কাছে, ভারতের ভিসা করানোর জন্য। পিসিবির এক কর্মকর্তা পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, ‘বিশ্বকাপ টি-টোয়েন্টির জন্য শেহজাদের কাছে পাসপোর্ট চাওয়া হয়েছে। খুব শিগগিরই বিশ্বকাপে অন্তর্ভূক্ত করে তার নাম ঘোষণা করা হবে।’

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করার শেষ সময়সীমা ছিল ৮ ফেব্রুয়ারি। তবে, যে ৮টি দল সরাসরি সুপার টেনে খেলবে, তারা আইসিসির অনুমতিছাড়াই ৮ মার্চ পর্যন্ত দলে পরিবর্তন আনতে পারবে। সে সুযোগেই পাকিস্তান তাদের দলে পরিবর্তন আনতে যাচ্ছে।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।