যৌননির্যাতনে অভিযুক্ত শান্তিরক্ষীদের বিরুদ্ধে খসড়া নীতিমালা
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বেশ কিছু সদস্যের ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠায় এসব সদস্যদের বহিস্কার করতে নিরাপত্তা পরিষদের জন্য একটি খসড়া নীতিমালা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিরাপত্তা পরিষদের সদস্যদের বিরুদ্ধে এবারই প্রথম জাতিসংঘকে এধরনের পদক্ষেপ গ্রহণ করতে হলো। মার্কিন এক কর্মকর্তা জানান, আমাদের উপস্থাপিত নীতিমালাগুলো নিরাপত্তা পরিষদের জন্য একটি শক্তিশালী সংকেত হিসেবে গৃহীত হবে। নিরাপত্তা পরিষদ শান্তিরক্ষীদের যৌন নির্যাতনের ঘটনা কখনই মেনে নেবে না। আর যারা এধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন ইতোমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তদের বহিষ্কার এবং যেসব দেশের শান্তিরক্ষীরা এধরনের অপরাধ করেছেন তাদের দেশ যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে তবে সেসব দেশ থেকে শান্তিরক্ষী বাহিনীতে আর কোনো সদস্যকে নেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বান কি মুন।
মুনের এই ঘোষণার প্রতি সমর্থন জানিয়েছে ওই খসরা সমাধানটি। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সবচেয়ে বড় অর্থদানকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র।
টিটিএন/এবিএস