পার্বতীপুরে দুই মাতালের কারাদণ্ড
দিনাজপুরের পার্বতীপুরে আনোয়ার হোসেন (২০) ও রবিউল ইসলাম (২১) নামে দুই মাতালকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আনোয়ার হোসেন পার্বতীপুর শহরের ধুপিপাড়া মহল্লার আলম হোসেনের ছেলে এবং রবিউল ইসলাম একই মহল্লার আব্দুল গফফারের ছেলে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান এ দণ্ডাদেশ দেন।
পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন বাজার ধান হাটিতে মদ খেয়ে মাতলামি করার সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
এরপর সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(খ) ধারায় দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এমদাদুল হক মিলন/এআরএ/এবিএস