টোকিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন জ্যাক মা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০১ মে ২০২৩
ছবি সংগৃহীত

আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এবার যুক্ত হচ্ছেন শিক্ষকতা পেশায়। টোকিও বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। খবর ব্লুমবার্গের।

জানা গেছে, ৫৮ বছর বয়সী চীনের এই ধনকুবের পহেলা মে থেকেই দায়িত্বগ্রহণ করবেন। ধারণা করা হচ্ছে, বেশ কিছু বিষয়ের ওপর তিনি অবদান রাখবেন।

আরও পড়ুন>চীন ছেড়ে জাপানে বসবাস করছেন জ্যাক মা!

মূলত গবেষণার বিষয়ে পরামর্শ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন, বিশেষ করে টেকসই কৃষি ও খাদ্য উৎপাদনের ক্ষেত্রে। তাছাড়া উদ্যোক্তা ও উদ্ভাবন সম্পর্কে সেমিনারও করবেন এই বিলিয়নিয়ার।

২০২০ সালে চীনা সরকারের সমালোচনা করে ব্যাপক চাপের মুখে পড়েন জ্যাক মা। এরপর থেকেই তাকে আর তেমন একটা প্রকাশ্যে দেখা যায় না।

তবে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ফাইনানশিয়াল টাইমসের বরাত দিয়ে গত বছরের শেষের দিকে দ্য গার্ডিয়ান জানিয়ে ছিল, পরিবারকে নিয়ে জাপানে বসবাস করছেন তিনি।

তখন জানানো হয়, প্রায় ছয় মাস ধরে টোকিওতে অবস্থান করছেন জ্যাক মা। জাপানে অনেকটা নীরবে জীবন-যাপন করছেন তিনি। খুব বেশি প্রয়োজন না পড়লে জনসম্মুখে আসছেন না এ ধনকুবের। টোকিও থেকেই চালাচ্ছন ব্যবসায়িক কার্যক্রম।

এর আগে চীনের বিখ্যাত ফিনটেক জায়ান্ট অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ ছাড়ার ঘোষণা দেন তিনি। শেয়ারহোল্ডারদের সিদ্ধান্ত অনুযায়ী, খুব শিগগির দফায় দফায় প্রতিষ্ঠানটির শেয়ার হস্তান্তর হবে। এ প্রক্রিয়া শেষ হলেই গ্রুপটির জন্য আর কোনো নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিতে পারবেন না চীনের এই ধনকুবের।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।