কাশিয়ানীতে বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যু


প্রকাশিত: ১০:০২ এএম, ০৮ মার্চ ২০১৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় ছানিয়া খানম (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাস ও চালক টুটুল শেখকে (৩৮)  আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বেলতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত ছানিয়া কাশিয়ানী শিশু নিকেতন কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও উপজেলার খায়েরহাট গ্রামের আমিনুর রহমান মুন্সীর মেয়ে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বেলতলা বাসস্ট্যান্ড থেকে স্কুলে যাওয়ার জন্য তালুকদার ডিলাক্স (খুলনা ব-১৬৪) লোকাল বাসে উঠতে চেষ্টা করে। এসময় বাস ছেড়ে দিলে বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
এ ঘটনায় এলাকাবাসী বাস ও চালককে আটক করে। পরে চালককে মারধর দিয়ে পুলিশে সোপর্দ করে।
 
কাশিয়ানী থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন।

এস এম হুমায়ূন কবীর/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।