নওগাঁয় বোরো আবাদ বাঁচানোর দাবিতে কৃষকদের মানববন্ধন


প্রকাশিত: ১০:০৬ এএম, ০৮ মার্চ ২০১৬

নওগাঁয় বোরো আবাদে পানি সেচ নিশ্চিত করার দাবিতে কৃষকরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার শহরের রুবির মোড়ে বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্বদেন স্থানীয় ইরি বোরো স্ক্রিম কমিটির সভাপতি জামেদ আলী।

মানববন্ধন চলাকালে বোরো স্ক্রিম কমিটির সহ সভাপতি মুজাম্মেল হক, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান, চাষি ইনতেজারুল হক, আব্দুস সামাদ, জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নওগাঁর ছোট যমুনা নদীর পানি ব্যবহার করে পৌরসভার চারটি মৌজার প্রায় ৬শ বিঘা জমির বোরো আবাদ করা হয়। সম্প্রতি নওগাঁ পৌরসভা খাল খননের কাজ করতে গিয়ে শুউরমারি খাল দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেয়। এতে ধানক্ষেতে সেচ দেওয়া বন্ধ হয়ে পড়ে। আবাদ বাঁচাতে দ্রুত সেচ সুবিধা চালুর দাবি জানান বক্তারা।

আব্বাস আলী/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।