চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত
চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় ফরহাদ হোসেন হৃদয় (৯) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলার মিরসরাই উপজেলার ঢাকা চট্টগ্রাম রোডের সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মধ্যম সোনাপাহাড় এলাকার সাইফুল ইসলামের ছেলে হৃদয় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে শিশুটি সোনাপাহাড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জীবন মুছা/এআরএস/এবিএস