বিশেষ সেবা সপ্তাহ স্থগিত


প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৯ মার্চ ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিন উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ পালনের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে।

রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে বিশেষ সেবা সপ্তাহ (১৭মার্চ থেকে ২৩মার্চ) পালনের প্রস্তুুতি সভায় এই সিদ্ধান্ত গ্রহণের দুদিন না যেতেই সিদ্ধান্ত পরিবর্তন হলো।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল ২ অধিশাখার উপসচিব রেহানা ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে অনিবার্য কারণবশত বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপন কর্মসূচি স্থগিত করা হয়েছে উল্লেখ করে পরিবর্তিত কর্মসূচি পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়।

এ বছর সেবা সপ্তাহের প্রতিপাদ্য ছিল ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার।’

রোববার সভায় বিশেষ সেবা সপ্তাহে জাতীয় পর্যায়ে কমিউনিটি ক্লিনিক সেবা, অটিজম, শিশু স্বাস্থ্য এবং শিশুর পুষ্টি ও খাদ্য বিষয়ে পৃথক পৃথক সেমিনারের আয়োজন করা হয়েছে। চিকিৎসা সেবায় নৈতিকতা বিষয়ে বিএমএ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

এছাড়া ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ের সকল হাসপাতালে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা, সেবার মান উন্নয়নকল্পে সেবা গ্রহীতাদের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন বিদ্যালয়ে স্বাস্থ্য সেবা কার্যক্রম, হাসপাতালে রোগীদের জন্য উন্নতমানের মধ্যাহ্ন ভোজ সরবরাহ, স্বাস্থ্যখাতের অগ্রগতি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা ছিল।

এমইউ/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।