সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৬ মে ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ফের ভারত-বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ সোনা উদ্ধার
ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত থেকে ফের বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা।
মাঝ আকাশে প্লেনের জরুরি দরজা খুলে দিলো যাত্রী
মাতাল অবস্থায় তাণ্ডব চালানো, সহযাত্রীর গায়ে প্রস্রাব, প্লেনের কর্মীদের সঙ্গে খারাপ আচরণের মতো বহু ঘটনা আগে প্রকাশ্যে এসেছে। তবে এবার মাঝ আকাশে প্লেনের জরুরি দরজা খুলে দেওয়ার অভিযোগ উঠলো এক যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ কোরিয়ার।
ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে এই রন ডিস্যান্টিস
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন চাইবেন বলে ঘোষণা করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। তিনিই এখন রিপাবলিকান প্রার্থী হওয়ার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবেন বলে মনে করা হচ্ছে।
রাশিয়া ইউক্রেনে জয়ী হতে পারবে না: যুক্তরাষ্ট্র
রাশিয়া ইউক্রেনে সামরিক জয় পাবে না। অন্যদিকে কিয়েভের সেনারা তাদের ভূখণ্ড থেকে সব রুশ বাহিনীকে শিগগিরই তাড়িয়ে দিতে পারবে, সে সম্ভাবনাও নেই। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞা: ইমরান বললেন বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা নেই
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে তার স্ত্রী বুশরা বিবিসহ দলের অসংখ্যা নেতা। যদিও এ ঘটনার পর সরকারকে ধন্যবাদ দিয়ে ইমরান বলেছেন, বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা আমার নেই।
ইউক্রেনে হাসপাতালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের দিনপ্রো অঞ্চলের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাছাড়া আহত হয়েছে আরও ১৫ জন।
চীনে আবারও চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট
চীনে আবারও উদ্বেগ সৃষ্টি করছে করোনা ভাইরাস। নতুন ঢেউ মোকাবিলায় টিকাদান বাড়ানোর কথা ভাবছে চীনা প্রশাসন। আশঙ্কা করা হচ্ছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সবিবি’ জুন মাসে সংক্রমণের শীর্ষে পৌঁছাতে পারে। আর এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা সাড়ে ছয় কোটিতে পৌঁছাতে পারে।
ইমরান খানসহ ৮০ পিটিআই নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিসহ দলটির অন্তত ৮০ জন নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আতাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরীক্ষা চালানোর অনুমতি পেল ইলন মাস্কের নিউরালিংক
মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের চিপ স্থাপনের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার অনুমতি পেয়েছে ইলন মাস্কের মালিকানাধীন নিউরালিংক। এর ফলে মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের চিপ স্থাপনের মাধ্যমে সরাসরি কম্পিউটারের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হবে। সম্প্রতি এক টুইটে বিষয়টি জানিয়েছে নিউরালিংক।
মূল্যস্ফীতির ধাক্কায় চরম মন্দায় জার্মানি
লাগাতার মূল্যস্ফীতি জার্মানির অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে। এ বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি সংকুচিত হওয়ায় ইউরোপের সর্ববৃহৎ অর্থনীতির দেশটিতে মন্দা দেখা দিয়েছে। তাছাড়া, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়াও জার্মানির অর্থনীতিতে এর ভয়াবহ প্রভাব পড়েছে বলে মত বিশ্লেষকদের।
এমএসএম/এএসএম