সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ মে ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
টানা তৃতীয়দিনের মতো কিয়েভে রাশিয়ার বিমান হামলা
আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ মে) সকালে এ হামলা চালায় রুশ বাহিনী। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো কিয়েভে হামলা চালালো মস্কো। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রুশ বাহিনী হামলা চালানোর আগেই শহরজুড়ে সাইরেন বাজানো হয়।
মস্কোয় ফের ড্রোন হামলা
রাশিয়ার রাজধানী মস্কোর আকাশে আবারও ড্রোন হামলা হয়েছে। এতে কয়েকটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে অবস্থিত মস্কোয় এমন হামলার ঘটনা খুবই বিরল। এর আগে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে একবার বিমান হামলা হয়েছিল।
যুক্তরাষ্ট্রে জনাকীর্ণ সমুদ্রসৈকতে গুলি, শিশুসহ আহত ৯
যুক্তরাষ্ট্রে এবার জনাকীর্ণ সমুদ্রসৈকতে গুলির ঘটনা ঘটেছে। এতে চার শিশুসহ অন্তত নয়জন আহত হয়েছেন। সোমবার (২০ মে) রাতে ফ্লোরিডার বিখ্যাত হলিউডের কাছে এ ঘটনা ঘটে। মেমোরিয়াল ডের ছুটিতে এসময় সৈকতটিতে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। পুলিশের মুখপাত্র ডেনা বেটিনেচি জানিয়েছেন, গুলিতে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে একটি শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাসিনাকে যারা ক্ষমতা থেকে সরাতে চায় তাদের ভারতে ঢোকাচ্ছেন মমতা: শুভেন্দু
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা ক্ষমতা থেকে যারা সরাতে চায়, সেই রাজাকার, জামায়াত, জেএমবির সদস্যরা ভারতে ঢুকছে। আর তাদের ঢোকাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার (২৯ মে) রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জনসভায় এমন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
চীনে প্রাচীন মসজিদ ভাঙার পরিকল্পনা, প্রতিবাদে সরব মুসলিমরা
চীনের ইউনান প্রদেশে একটি প্রাচীন মসজিদের অংশবিশেষ ভেঙে ফেলার পরিকল্পনা ঘিরে সম্প্রতি পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে স্থানীয় মুসলিমদের। এ ইস্যুতে বেশ কঠোর অবস্থান নিয়েছে চীনা কর্তৃপক্ষ। ঘটনাস্থলে শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেফতার হয়েছেন অসংখ্য বিক্ষোভকারী, বাকিদের আত্মসমর্পণের জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে পুলিশ।
কসোভোয় সার্বিয়ান বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ২৫ ন্যাটো সেনা আহত
কসোভোয় সার্বিয়ান বিক্ষোভকারীদের সঙ্গে ন্যাটো নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ন্যাটো শান্তিরক্ষী বাহিনীর অন্তত ২৫ জন সদস্য আহত হয়েছেন। সোমবার (২৯ মে) দেশটির উত্তরাঞ্চলের লিপোসাভিক শহরে সার্বিয়ান বিক্ষোভকারী ও ন্যাটো সেনাদের মধ্যে সংঘর্ষ হয়।
৩০ সেকেন্ডেই শেষ এক গ্রামের ভোট!
মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ভোট দেওয়া হয়ে গেছে একটি গ্রামের সব ভোটারের! ভাবছেন কীভাবে সম্ভব? তার আগে জেনে নেন, ওই গ্রামের ভোটাররা এর আগে একবার ভোট শুরুর ৩২ সেকেন্ডের মধ্যে সবাই ভোট দিয়েছিলেন।
সুন্দরী প্রতিযোগিতায় স্ত্রী দ্বিতীয় হওয়ায় বিজয়ীর মুকুট আছড়ে ভাঙলেন স্বামী
সুন্দরী প্রতিযোগিতায় স্ত্রী দ্বিতীয় হয়েছেন, তা কোনোভাবেই মানতে পারছিলেন এক প্রতিযোগীর স্বামী। ফলে রেগে মঞ্চে উঠে বিজয়ী প্রতিযোগীর মুকুট ছিনিয়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন তিনি। সম্প্রতি ব্রাজিলের একটি সুন্দরী প্রতিযোগিতায় ঘটেছে এমন ঘটনা।
সুইডেন উপকূলে রাশিয়ার ‘গুপ্তচর’ তিমি!
ইউরোপের দেশ সুইডেনের উপকূলে দেখা মিলেছে ‘রাশিয়ার গুপ্তচর’ বেলুগা তিমি হাবালদিমিরের। রোববার (২৮ মে) তিমিটিকে সুইডেনের দক্ষিণ-পশ্চিম উপকূলের হুনেবোস্ট্র্যান্ডে দেখা গিয়েছিল। ২০১৯ সালে নরওয়েতে গলায় মানুষের তৈরি বর্ম ও অ্যাকশন ক্যামেরা লাগানো এ তিমিটিকে প্রথম পাওয়া যায়। তখন দেশটির মৎস বিভাগ এটিকে ধরে ফেলে। ওই সময় তিমিটির গায়ে লাগানো বর্ম ও অ্যাকশন ক্যামেরাটি খুলে ফেলা হয়।
কেএএ/এএসএম