নেতৃত্ব নির্বাচনে ভুল করেন না খালেদা জিয়া


প্রকাশিত: ০৭:৪১ এএম, ১২ মার্চ ২০১৬
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  নেতৃত্ব নির্বাচনে অতীতেও ভুল করেননি এখনও  করবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে যুবদল আয়োজিত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারাবন্দী দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, বিগত দিনে যারা সরকারের জুলুম-নির্যাতন সহ্য করে কর্মসূচি বাস্তবায়ন করেছেন তারাই এবার দলের গুরুত্বপূর্ণ পদে আসবেন।

তিনি বলেন, কাউন্সিল নেতা বানানোর জায়গা নয়, বর্তমান অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে জাতির আকাঙ্খাকে বাস্তবায়ন করার মঞ্চ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রীয় পলাতক চাটুকাররা নিজেদের অবস্থান ধরে রাখতে এখন বেশ সক্রিয়। তারা কখনও দলের বন্ধু হতে পারে না। তারা দলের জন্য মারাত্মক হুমকি। এদের বিরুদ্ধে হাই অ্যান্টিবায়োটিক দিতে হবে।

গয়েশ্বর বলেন, নেত্রীর সামনে এখন যারা প্রতিদিন চেহারা দেখাচ্ছেন, ধর্ণা দিচ্ছেন বিগত আন্দোলন-সংগ্রামে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। যারা দলের জন্য নিজ নিজ অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করেন তারা নেতা-নেত্রীর সামনে চেহারা দেখানো ও ধর্ণা দেওয়ার সময় পান না। আশা করি আন্দোলন- সংগ্রামে যারা দায়িত্ব পালন করেছেন  নেত্রী তাদের যথাযথ মূল্যায়ন করবেন।

তারেক রহমানকে সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চেয়ারপারসনের অনুপস্থিতিতেই সাধারণত সিনিয়র ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করে থাকেন। খালেদা জিয়া চেয়ারপারসন হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারেক রহমানের দেশে আসার পরিবেশ নাই। এরপরেও তাকে দলের পক্ষ থেকে একটি সুনিষ্ঠিত দায়িত্ব দেয়া হোক। তাতে দলের নেতাকর্মীরা আরো উৎসাহিত হবে।

আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, যুব দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদসহ সংগঠনের নেতাকর্মীরা।  

এমএম/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।