ডাবের ওপর ছিটানো হচ্ছে ড্রেনের পানি, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০৬ জুন ২০২৩

তীব্র গরমে তৃষ্ণা মেটাতে প্রায়ই রাস্তার পাশে অস্থায়ী দোকান থেকে ডাবের পানি বা ফলের রস কিনে খান পথচারীরা। কিন্তু এগুলো কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনে। সেই প্রশ্ন আরও উসকে দিয়েছে সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিও।

এতে দেখা যায়, রাস্তার পাশের ড্রেন থেকে পানি তুলে ডাবের ওপর ছিটিয়ে দিচ্ছেন এক বিক্রেতা। এভাবে বেশ কয়েকবার পানি তুলে গাড়িভর্তি ডাব ভেজাচ্ছিলেন তিনি।

এই দৃশ্য দূর থেকে কেউ ভিডিও করেন এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। এরপর সেটি দ্রুত ভাইরাল হয়। তীব্র সমালোচনার মুখে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। শেষপর্যন্ত গ্রেফতার করা হয় অভিযুক্ত বিক্রেতাকে।

জানা যায়, সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের নয়ডা শহরে।

পুলিশের তথ্যমতে, বিক্রেতার নাম সামির। ২৮ বছর বয়সী এ যুবক রাজ্যের বারেলি জেলার বাসিন্দা। গত রোববার (৪ ‍জুন) ডাবের ওপর ড্রেনের পানি ছিটানোর ভিডিও ভাইরাল হয়।

স্থানীয় বিসরাখ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিল কুমার রাজপুত বার্তা সংস্থা পিটিআই’কে জানান, সামিরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭০ ধারায় (বিপজ্জনক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন মারাত্মক কাজ) মামলা করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত চলছে বলে এক টুইটে জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ।

সূত্র: এনডিটিভি, নিউজ১৮
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।