সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
২০২৪ হতে পারে সবচেয়ে উষ্ণ বছর
আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ এল নিনো। প্রশান্ত মহাসাগরে এই এল নিনো শুরু হয়েছে। এতে বিশ্ব আরও উষ্ণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন বিজ্ঞানীরা নিশ্চিত করে জানিয়েছেন, এরই মধ্যে এল নিনো শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে ২০২৪ হতে পারে সবচেয়ে উষ্ণ বছর।
মন্দায় ইউরোজোন, অর্থনীতি আরও সংকুচিত হওয়ার আশঙ্কা
সামান্য মন্দারকবলে পড়েছে ইউরোজোন। ইউরোপের যে ২০ দেশ মুদ্রা হিসেবে ইউরোকে ব্যবহার করে তাদের ইউরোজন বলা হয়। তবে পুরো ইউরোপের অর্থনীতি মন্দার হাত থেকে রক্ষা পেয়েছে।
ইউক্রেনে বন্যা, পানিতে ভাসছে মরদেহ
ইউক্রেনের নোভা কাখোভকা বাঁধ ধসে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যা কবলিত এলাকায় মরদেহ ভাসতে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার সোভিয়েত আমলের গুরত্বপূর্ণ বাঁধটি গুড়িয়ে দেওয়া হয়। এর ফলে দিনিপ্রো নদীর পানি বেড়ে আশেপাশে বন্যা পরিস্থিতি তৈরি হয়।
সঙ্গীকে খুনের পর মরদেহ টুকরো টুকরো করে কুকারে সেদ্ধ করলেন তিনি
ভারতের মুম্বাইয়ে এক ব্যক্তির বিরুদ্ধে লিভ-ইন পার্টনারকে হত্যার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, হত্যার পর তরুণীর লাশ কয়েক টুকরো করে কিছু অংশ প্রেসার কুকারে সিদ্ধও করেছেন অভিযুক্ত মনোজ সানে।
ফ্রান্সে ছুরি নিয়ে হামলায় শিশুসহ আহত ৭
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অ্যানেসি শহরে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছে, যাদের মধ্যে ছয়জনই শিশু। শিশুদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। বৃহস্পতিবার (৮ জুন) অ্যানেসির একটি খোলা চত্বরে এ হামলার ঘটনা ঘটে।
পাম অয়েল ইস্যুতে ইন্দোনেশিয়া-মালয়েশিয়ার এক হওয়া উচিত: উইদোদো
পাম অয়লের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকা উইদোদো প্রতিবেশী দেশ মালয়েশিয়ার সঙ্গে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তার দাবি, দেশ দুইটির পাম অয়েল পণ্যের ওপর বৈষম্যমূলক পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এতে ঝুঁকিতে পড়েছে তাদের এই রপ্তানি পণ্য।
তাইওয়ানের আকাশসীমায় ৩০টির বেশি চীনা যুদ্ধবিমান
তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে চীনের ৩০টির বেশি যুদ্ধবিমান। প্রায় ছয় ঘণ্টার মধ্যেই একের পর এক যুদ্ধবিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়ে বলে জানিয়েছে দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের একটি অংশ দাবি করে আসছে।
হাসিনা-মোদীর জন্য আম পাঠালেন মমতা
সুযোগ পেলেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলতে ভোলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। যেকোনো ইস্যুতেই তার নিশানায় থাকেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে হাজারও মতবিরোধ, রাজনৈতিক তিক্ততা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদীর জন্য সুস্বাদু আম পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শুধু ভারতের প্রধানমন্ত্রীর কাছেই নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যেও আম উপহার পাঠিয়েছেন মমতা ব্যানার্জী।
স্বাস্থ্যঝুঁকিতে কানাডা-যুক্তরাষ্ট্রের ১০ কোটির বেশি মানুষ
কানাডার দাবানল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ভয়াবহ এই দাবানলের কারণে কানাডা এবং যুক্তরাষ্ট্রে ১০ কোটির বেশি মানুষ গুরুতর স্বাস্থ্যঝুঁকির মধ্যে আছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল পরিস্থিতির মুখোমুখি হয়েছে তার দেশ।
অভিন্ন শরণার্থী নীতি গ্রহণের পথে ইউরোপ?
অভিন্ন শরণার্থী নীতির প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ঐকমত্যের সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও ইউরোপের বহির্সীমানায় কড়াকড়ি বৃদ্ধির পরিকল্পনার সমালোচনা চলছে, তবু অভিন্ন শরণার্থী নীতি কার্যকরের বিষয়ে আশার আলো দেখছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।
এসএএইচ/জেআইএম