কলমাকান্দায় দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ ৫ পুলিশ আহত
নেত্রকোণার কলমাকান্দায় দু’পক্ষের সংঘর্ষে পুলিশের ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় সংঘর্ষ থামাতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করেছে। এঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার গুতুরা বাজারের স্থানীয় সাইকুল মেম্বারকে কলমাকান্দা বাজারে কয়েকজন যুবক মারধর করে। এঘটনার প্রতিবাদে গুতুরা বাজারে স্থানীয় কলমাকান্দা-নেত্রকোণা সড়ক অবরোধ করে যানবাহনের গতিরোধ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
এসময় স্থানীয়দের ইটপাটকেলে কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, এসআই ফখরুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে এসময় পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করেছে।
ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান।
কামাল/এমএএস/বিএ