রাশিয়ার ওপর পূর্ণ সমর্থন উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৫ জুন ২০২৩
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন

বিদ্রোহী ওয়াগনার বাহিনীর সঙ্গে এরই মধ্যে চুক্তিতে পৌঁছেছে রাশিয়ান কর্তৃপক্ষ। ফলে এই মুহূর্তে কিছুটা স্বস্তিতে রয়েছে পুতিন প্রশাসন। তাবে তাদের এই পুরো আলোচনায় রাশিয়ার পক্ষে সমর্থন রয়েছে উত্তর কোরিয়ার। খবর আল-জাজিরার।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরার সঙ্গে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার ভাইস-পররাষ্ট্রমন্ত্রী ইম চোন ইল।

আরও পড়ুন>যে চুক্তিতে মসনদ বাঁচলো পুতিনের

সেখানে তিনি বলেছেন, যে বিদ্রোহের মুখোমুখি রাশিয়া হয়েছে তা সফলভাবে দমন করতে পারবেন পুতিন।

ইউক্রেনে হামলার শুরু থেকেই রাশিয়াকে সমর্থন দিয়ে আসছে উত্তর কোরিয়া। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাশিয়াকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে বলেও মনে করে দেশটি।

আরও পড়ুন>রক্তপাত এড়াতে মস্কোর দিকে যাওয়া বন্ধ করলো ওয়াগনার বাহিনী

এদিকে ক্রেমলিনের সঙ্গে সমঝোতার পরিপ্রেক্ষিতে মস্কো অভিমুখে অভিযান বন্ধ করে পিছু হটছে ওয়াগনার গ্রুপ। এরই মধ্যে ভাড়াটে বাহিনীর সৈন্যরা রাশিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রোস্তভ-অন-ডন শহরের সামরিক সদর দপ্তর ত্যাগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ওয়াগনার সৈন্যদের শহর ছাড়তে দেখা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর দৃশ্যত ক্রেমলিনের সঙ্গে চুক্তিতে পৌঁছেছেন ওয়াগনার প্রধান ইভজেনি প্রিগোজিন। তবে এই বিষয়ে খুব সামান্যই তথ্য দিয়েছে পুতিন প্রশাসন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াগনার প্রধান প্রিগোজিনকে কথা দিয়েছেন, তিনি রাশিয়ায় ছেড়ে বেলারুশে যেতে পারবেন। যদিও প্রিগোজিনকে রোস্তভ-অন-ডন ছেড়ে যেতে দেখা গেছে, তবে তার বর্তমান অবস্থান অজানা।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।