বুধবার নোবেল বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে


প্রকাশিত: ০৯:২৭ এএম, ১০ ডিসেম্বর ২০১৪

১০ ডিসেম্বর, বুধবার পুরস্কার তুলে দেওয়া হবে এই বছরের নোবেল বিজয়ীদের হাতে। ভারতের কৈলাস সত্যার্থী ও পাকিস্তানের মালালা ইউসুফ জাইয়ের সঙ্গে একই মঞ্চে পুরস্কার তুলে দেওয়া হবে আরও ১১ বিজয়ীর হাতে।

নরওয়ের রাজধানী অসলো শহরে নোবেল মেডেল, নোবেল ডিপ্লোমা ও আর্থিক পুরস্কারের স্মারকলিপি তুলে দেওয়া হবে কৈলাস সত্যার্থী ও মালালার হাতে। নোবেল শান্তি পুরস্কার স্বরূপ ১.১ মার্কিন ডলার তুলে দেওয়া হবে সত্যার্থী ও মালালার হাতে। বাকি বিজয়ীদের পুরস্কৃত করা হবে স্টকহোম শহরে। মঙ্গলবারই স্ত্রী সুমেধা, ছেলে, পুত্রবধূ ও মেয়েকে নিয়ে অসলো পৌঁছে গিয়েছেন সত্যার্থী।

এ বছরের নোবেল বিজয়ীরা হলেন-
সাহিত্যে নোবেল পাচ্ছেন ফ্রান্সের প্যাট্রিক মোদিয়ানো
মেডিসিনে নোবেল পাচ্ছেন মার্কিন-ব্রিটিশ বিজ্ঞানী জন ও`কিফ, নরওয়ের চিকিত্‍সক দম্পতি ওডভার্ড ও মে-ব্রিট মোসার
ফিজিক্সে নোবেল পাচ্ছেন জাপানের বিজ্ঞানী ইসামু আকাসাকি আমানো ও জাপানি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের সুজি নাকামুরা
রসায়নে নোবেল পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এরিক বেটজিগ, উইলিয়াম মোর্নার ও জার্মানির স্টেফান হেল
অর্থনীতিতে নোবেল পাচ্ছেন ফ্রান্সের জেন টিরোল

১৯০১ সাল থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর অ্যালফ্রেড নোবেলের মৃত্যুদিনে পুরস্কৃত করা হয়ে আসছে নোবেল বিজয়ীদের। ১৯২৬ সাল থেকে স্কটহোমের কনসার্ট হলে পুরস্কৃত করা হয়ে আসছে নোবেল বিজয়ীদের। নোবেলের মঞ্চে নিজেদের অবিষ্কার সম্পর্কে ভাষন দেবেন বিজয়ীরা।

এরপরই সুইডেনের রাজা শোড়ষ কার্ল বিজয়ীদের হাতে ডিপ্লোমা ও মেডেল তুলে দেবেন। অনুষ্ঠান শেষ হবে স্টকহোম সিটি হলে ১,৩০০ মানুষের সমাবেশে ব্যাঙ্কোয়েট নৈশভোজে। নরওয়েতে রাজা পঞ্চম হেরাল্ড ও রানি সোনজার উপস্থিতিতে বিজয়ীদের সম্মানিত করবেন নরওয়ে নোবেল কমিটির চেয়ারম্যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।