গলা থেকে বেরিয়ে এলো গাড়ির চাবি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৫ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত

গলায় মাছের কাঁটা, চকলেট, চুইংগাম কিংবা পয়সা আটকানোর খবর নতুন কিছু নয়। প্রায়ই এমন খবর শোনা যায়। কিন্তু সৌদি আরবে ৪৯ বছর বয়সী এক ব্যক্তির গলা থেকে বের করা হয়েছে গাড়ির চাবি।

শুক্রবার (১৪ জুলাই) সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, আল-কুনফুদাহ শহরের এক ব্যক্তি ‘খেলার ছলে’ গলার ভেতর গাড়ির চাবি ঢুকিয়েছিলেন। কিন্তু সেটি তার গলায় শক্তভাবে আটকে যায়। দ্রুতই তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে যাওয়ার পর ওই ব্যক্তির গলার একটি এক্সরেতে দেখা যায়, লোহার চাবিটি তার শ্বাসনালীতে আটকে আছে। ওই ব্যক্তির আগে থেকেই হার্টের সমস্যা ছিল। ফলে চিকিৎসকরা জরুরিভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদলটি ১৫ মিনিট ধরে অস্ত্রোপচার করে ধাতব চাবিটি বের করে আনেন।

পরবর্তীতে ওই ব্যক্তি স্বীকার করেন যে, তিনি মজা করে চাবিটি গেলার চেষ্টা করেছিলেন। কিন্তু সেটি গলায় আটকে যায় ও তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, চাবিটি বের করে ওই ব্যক্তিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

সূত্র: আল আরাবিয়া

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।