অভিনব কায়দায় আড়াই টন টমেটোসহ ট্রাক ছিনতাই দম্পতির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২৩ জুলাই ২০২৩

ভারতে সবজি বাজারের ভিআইপি আইটেম টমেটো ফের খবরের শিরোনাম। ভুয়া দুর্ঘটনার ছলে আড়াই টন টমোটো বোঝাই লড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠলো ডাকাত দম্পতি ও তাদের সঙ্গীদের বিরুদ্ধে। এই ঘটনায় সর্বস্বান্ত হয়েছেন এক টমেটো চাষি। ঘটনাটি ঘটেছে দেশটির তামিলনাড়ু রাজ্যে।

অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত নামে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দম্পতিকে। তদন্তকারীদের দাবি, ওই যুগল হাইওয়ের ডাকাত দলের সদস্য।

আরও পড়ুন>অনলাইন জুয়ায় ৫ কোটি জিতে ৫৮ কোটি হারালেন ব্যবসায়ী

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ৮ জুলাইয়ের। সেখানের চিত্রদূর্গা জেলার। মল্লেশ নামের কৃষক টমেটো বোঝাই ট্রাক নিয়ে কোলারে যাচ্ছিলেন। মাঝপথে জাতীয় সড়কে ট্রাকটিকে আটকায় ডাকাত দম্পতি ও তাদের সঙ্গীদের একটি গাড়ি।

তারা দাবি করেন, ট্রাকের ধাক্কায় তাদের গাড়ির ক্ষতি হয়েছে। এর জন্য ক্ষতিপূরণ দাবি করেন তারা। কৃষক তা দিতে অস্বীকার করলে কথাকাটাকাটি শুরু হয়। এরপর কৃষককে মারধর করে গাড়ি থেকে টেনে নামায় অভিযুক্তরা। পরে আড়াই টন টমেটো বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন>৫০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টি কানাডায়

গোটা ঘটনা জানিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন কৃষক। তদন্তে নেমে অভিযুক্ত দম্পতি ভাস্কর (২৮) এবং সিন্ধুজাকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। তাদের সঙ্গীরা পলাতক বলে জানা গেছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।