বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা মোদীর
বিরোধীদের নতুন জোট ‘ইন্ডিয়া’কে জোঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি, তিনি জোটটিকে ‘দিকনির্দেশনাহীন’ বলেও উল্লেখ করেছেন। মোদী বলেন, বিরোধী জোট কোনোভাবেই ভারতকে ধারণ করে না, যেমন ধারণ করে না ‘ইন্ডিয়ান মুজাহিদিন’ নামে গড়ে ওঠা জঙ্গি গোষ্ঠী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্ধৃত করে বিজেপি নেতা রবি শঙ্কর প্রাসাদ এসব কথা জানিয়েছেন। বিজেপির সংসদীয় পার্টির সাপ্তাহিক বৈঠকে মোদী এসব কথা বলেন বলেও জানান রবি শঙ্কর।
আরও পড়ুন: দুই দিনে মণিপুরে ঢুকলো মিয়ানমারের ৭ শতাধিক নাগরিক
জোটের সমালোচনা করে মোদী বলেন, আমি এমন দিকনির্দেশনাহীন বিরোধীদল আর কখনোই দেখিনি। তারা নিজেরাই নিজেদের জোট নিয়ে প্রশংসা করে যাচ্ছে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিয়ান মুজাহিদিন, পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া- এসব গোষ্ঠীর নামেও তো ইন্ডিয়া রয়েছে। তাই কেবল জোটের নাম ইন্ডিয়া রাখাতে কিছুই হবে না। দেশের নামে জোট বানিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।
মোদী ইন্ডিয়া জোটকে পরাজিত, ক্লান্ত, হতাশ বলে আখ্যা দিয়ে বলেন, তাদের স্লোগান একটাই, মোদীকে হটাও। তাদের কর্মকাণ্ড দেখে মনে হয়, তারা নিজেদের বিরোধীদল হিসেবে রেখে দিতে চায়। কিন্তু জনগণের সমর্থনে বিজেপি ২০২৪ সালের নির্বাচনেও সহজেই জয়লাভ করবে।
আরও পড়ুন: শিলিগুড়ি থেকে ৫ বাংলাদেশি নারী উদ্ধার, গ্রেফতার ৩
আরও পড়ুন: প্রেমের টানে ভারতে গিয়ে ‘প্রতারণার শিকার’ বাংলাদেশি তরুণী
মোদীর এ মন্তব্য এমন এক সময়ে এলো যখন, মণিপুরে জাতিগত সংঘাতের ঘটনায় দুই নারীকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় উত্তাল ভারত। এমনকি বিষয়টি নিয়ে মোদির অস্বাভাবিক দীর্ঘ নীরবতা নিয়েও বিরোধীরা দেশটির লোকসভায় সরব।
এর আগে, সপ্তাহখানেক আগে ভারতের বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী ২৬টি দল মিলে গঠন করে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া। ২০১৪ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে গঠিত হয়েছে এই জোট।
সূত্র: এনডিটিভি
এসএএইচ