২০১৪ সালকে সেলফির বছর ঘোষণা


প্রকাশিত: ০২:৫৬ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

২০১৪ সালকে `ইয়ার অব দ্য সেলফি` বা `সেলফির বছর` বলে আখ্যায়িত করেছে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট টুইটার। মোবাইল ফোনে বিভিন্ন জায়গা বা পরিস্থিতিতে নিজের তোলা ছবিকে বলা হয় সেলফি। এটি এখন সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে তুমুল জনপ্রিয় একটি বিষয়ে পরিণত হয়েছে। এই `সেলফি` পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম জনপ্রিয় বা বহুল ব্যবহৃত একটি শব্দে। শুধু টুইটারেই `সেলফি` শব্দটি ব্যবহৃত হয়েছে ৯ কোটি ২০ লাখ বার, যা গত বছরের তুলনায় ১২ গুণ বেশি। বিবিসি ট্রেন্ডিং এক রিপোর্টে বলছে, বৈশ্বিক `ট্রেন্ড` হিসেবেও সেলফি এখন জনপ্রিয়তার শীর্ষে।

সেলফির এখন নানা প্রকারভেদও তৈরি হয়ে গেছে। বিবিসি ট্রেন্ডিং বলছে, সবচেয়ে অভিনব কয়েকটির মধ্যে আছে `চুল-টানা-ভিডিও সেলফি`, `নো-মেকআপ` অর্থাৎ মেকআপবিহীন অবস্থায় তোলা সেলফি, আর মিসরের বিক্ষোভকারীরা হোসনি মুবারকের সেলফির প্রতিক্রিয়া চালু করেছিলেন `সেলফির-জবাবে-সেলফি`! সুতরাং সেলফির উপদ্রবে যারা বিরক্ত তারা আগামী বছর এই উন্মাদনা কোথায় পৌছাবে, তা নিয়ে দুর্ভাবনায় থাকতেই পারেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।