মেক্সিকো শহরে বায়ুদূষণ: সতর্কতা জারি
ম্যাক্সিকোতে বায়ুদূষণের কারণে চারদিনের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে জনবহুল শহর মেক্সিকোতে সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
বিগত ১৪ বছরের মধ্যে এই প্রথম দেশটিতে বায়ুদূষণের কারণে এ ধরনের সতর্কতা জারি করা হলো। বায়ুদূষণের কারণে শিশুদের বাড়ির ভেতরে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া পরিবেশের জন্য ক্ষতিকর কলকারখানা বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছে সরকার।
মেক্সিকো শহর বিশ্বের জনবহুল শহরগুলোর একটি। সেখানে প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ বসবাস করে। প্রতিদিন শহরটিতে ৫৫ লাখ যানবাহন চলাচল করে।
টিটিএন/এমএস