হোলি উপলক্ষে সিন্ধু প্রদেশে সরকারি ছুটি ঘোষণা


প্রকাশিত: ০৬:০৫ এএম, ২০ মার্চ ২০১৬

হোলি হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম উৎসব। এই দিনটি উদযাপনে হিন্দুদের আয়োজনের কোনো শেষ থাকে না। তবে মুসলিম প্রধান দেশ হওয়ায় হোলি নিয়ে তেমন মাতামাতি দেখা যায় না পাকিস্তানে। তবে সম্প্রতি দেশটির সিন্ধু প্রদেশে হোলি উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। খবর ডনের।

শনিবার দেশটির প্রাদেশিক সরকার ঘোষণা করেছে, চলতি মাসের ২৪ তারিখ হোলি উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

এ সম্পর্কে সরকারের এক মুখপাত্র বলেন, প্রথমবারের মত পাকিস্তানের সর্বত্র হোলি উপলক্ষে হিন্দুরা ছুটি কাটাবেন। এই ছুটি শুধু হিন্দুদের জন্যই। অন্য কোনো ধর্মাবলম্বী এই ছুটি পাবেন না।

এ সম্পর্কে এক হিন্দু নেতা বলেন, এই প্রথম দেশটিতে হোলি উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হলো। এটা আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।