ফখরুলের জরুরি সংবাদ সম্মেলন ১১টায়
ফাইল ছবি
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বেলা ১১টায় নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদ্য সম্পন্ন হওয়া দলের জাতীয় কাউন্সিল এবং দলের পরবর্তী নীতি নির্ধারণী প্রসঙ্গে কথা বলবেন বলেও জানা গেছে।
এমএম/এসকেডি/এমএস